১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

ইনজুরি নিয়েই বছর শেষ করছেন মেসি

- Advertisement -

বুধবার ব্রাজিলের বিপক্ষে ম্যাচে বেশ কয়েকবার অস্বস্তিতে ভুগেছেন। মাঝেমধ্যেই মাঠ থেকে উঠে গিয়ে টাচলাইনে চিকিৎসাও নিতে হয়েছে, ছিল শঙ্কাও। ম্যাচের পর জানা গেল, কুঁচকির চোটে ভুগছেন লিওনেল মেসি। ফলে ইনজুরি নিয়েই বছর শেষ করতে হচ্ছে আর্জেন্টিনার অধিনায়ককে।

অবশ্য মেসি ইনজুরিতে পড়লেও এবারের মতো মাঠের বাইরে সাইড বেঞ্চে বসে থাকতে হবে না এই স্ট্রাইকারকে। কারণ ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচই ছিল চলতি বছরে মেসির শেষ ম্যাচ। এ বছর জাতীয় কিংবা ক্লাবের হয়ে মেসির আর কোনো খেলা নেই। আর তাতেই মেসি ভক্তরা কিছুটা হলেও স্বস্তি পেতেই পারে।

এ প্রসঙ্গে এই তারকা ফুটবলার জানান, “আমার কুঁচকিতে অস্বস্তি অনুভব করছিলাম। এটি ছিল এই বছরে আমার শেষ ম্যাচ। তাই নতুন বছরের শুরুতে যেন সর্বোচ্চটা দিতে পারি, এজন্য পুরোপুরি সেরে উঠতে আমার হাতে সময় আছে।” 

অবশ্য এটাই নতুন না, এ বছরে বেশ অনেকটা সময়ই ইজুরিতে ভুগতে হয়েছে মেসিকে। এর আগে গেল সেপ্টেম্বরে পাওয়া হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়েও শেষ পাঁচ ম্যাচের চারটায় মাঠে নামতে পারেননি তিনি। সব ঠিক থাকলে আগামী বছর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মায়ামির প্রাক-মৌসুম অনুশীলনে ফিরবেন বিশ্বকাপজয়ী এই তারকা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img