১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার

ইনজুরি নিয়ে চিন্তা করেন না শরীফুল

- Advertisement -

ইনজুরি যেন সবসময় খেলোয়াড়দের চিরশত্রু। চোটের কারণেই না চাইলেও মিস করতে হয় অনেক ম্যাচ। বিশ্বের প্রায় প্রতিটি খেলাতেই রয়েছে ইনজুরির শঙ্কা। ক্রিকেটে সেই শঙ্কাটা সবচেয়ে বেশি পেসারদের জন্য। তবে সেসব নিয়ে চিন্তা করেন না বাংলাদেশের বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।

বর্তমানে কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগ গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলছেন শরীফুল। তার আগে খেলেছেন শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগেও। এলপিএলে খুব একটা ভালো করতে না পারলেও গ্লোবাল টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে আছেন শরীফুল। গতকাল (শনিবার) ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে ৪ ওভার বল করে ১২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। গ্লোবাল টি-টোয়েন্টির অভিষেক ম্যাচে ৪ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। ভ্যাঙ্কুভারের বিপক্ষে ম্যাচ শেষ কথা বলেছেন শরীফুল। ইনজুরি নিয়ে জানিয়েছেন নিজের ভাবনার কথা।

শরীফুল বলেন, “ইনজুরি তো আর বলে আসে না। যখন ইনজুরি হয় সেটা মেনে নিতে হয়। প্লেয়ার হিসেবে ইনজুরি আসবে, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আমরা যেটা করতে পারি, ভালো মেইন্টেইন করলে ইনজুরি আসার চান্স কম থাকে”

গ্লোবাল টি-টোয়েন্টিতে সাকিবের সাথে একই দলে খেলছেন শরীফুল ইসলাম

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও ইনজুরির কারণে মাঠে নামা হয়নি শরীফুলের। ইনজুরিতে পড়বেন এমন অজুহাতে আইপিএলে সুযোগ পেলেও এনওসি দেয়নি বিসিবি। তবে এবার সুযোগ মিলেছে, এলপিএলের পর গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলছেন পঞ্চগড় থেকে উঠে আসা এ পেসার। বাইরের দেশে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পারফর্ম করতে পেরে জানিয়েছেন নিজের সন্তুষ্টির কথা।

“জ্বি আলহামদুলিল্লাহ ভালো লাগছে, দলের জন্য কন্ট্রিবিউশন করতে পারলে সবারই ভালো লাগে। সেক্ষেত্রে আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে দিতে পারছি কিছু”– বলছিলেন শরীফুল

গ্লোবাল টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের সঙ্গে একই দলে খেলছেন শরীফুল। নিজেদের প্রথম ম্যাচে বোলিংয়ে উইকেটশূন্য থাকলেও দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন সাকিব।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img