১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

ইন্টার মিয়ামিকে জেতাতে পারেননি মেসি

- Advertisement -

মেজর লিগ সকারের ম্যাচে শার্লটের কাছে ১-০ গোলে হেরেছে ইন্টার মিয়ামি। ম্যাচের একমাত্র গোলটি করেন কেরউইন ভারগাস। এই হারে লিগে শেষ ৬ ম্যাচ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭ ম্যাচে জয়হীন থাকল মিয়ামি।

এদিন ম্যাচের শুরু থেকেই খেলেছেন লিওনেল মেসি। পুরো ম্যাচে ৬১ শতাংশ বল পজিশন ধরে রেখে একের পর এক আক্রমণ করেছে মিয়ামি। কিন্তু আক্রমণ ও সুযোগ তৈরীতে মেসিদের সাথে পাল্লা দিয়েছে শার্লটও। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো মিয়ামি কিন্তু অফসাইডের কারণে লিড নেওয়া হয়নি তাদের। তবে ভুল করেনি শার্লট, ১৩ মিনিটে ভারগাসের গোলে এগিয়ে যায় তারা। ১-০ ব্যবধানে পিঁছিয়ে থেকে বিরতিতে যায় মিয়ামি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় মেসিরা। যার সুফল পেতে বেশিক্ষণ দেরি করতে হয়নি কিন্তু আর্জেন্টাইন তারকার করা দুর্দান্ত গোলটি অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। ৬২ মিনিটে আবারও কপাল পুড়ে মিয়ামির। মেসির নেওয়া অসাধারণ ফ্রিকিক বারে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি মিয়ামি। ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে তারা।

প্রায় একমাস ধরে জয়হীন থাকল মিয়ামি। ২১ সেপ্টেম্বরের পর আর কোনো জয়ের দেখা পাননি মেসিরা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img