ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালের মুখোমিখি হবে ম্যানচেস্টার সিটি। আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে ৯:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
লিগে ৭ জয় ও ১ হারে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে পেপ গার্দিওলার দল। টানা ছয় জয়ের পর, সবশেষ ম্যাচে উলভসের কাছে ২-১ গোলে হেরেছে সিটিজেনরা। রবিবার আর্সেনালকে হারাতে পারলে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে উঠবে হুলিয়ান আলভারেজ-আর্লিং হালান্ডরা।
মিকেল আরতেতার দলের বিপক্ষে মাঠে নামার আগে পরিসংখ্যান বলছে সিটিজেনদের হয়ে কথা। সবশেষ ১২ ম্যাচ ধরে গানারদের বিপক্ষে জিতেছে সিটি। যা আর্সেনালের লিগ ইতিহাসে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের কাছে টানা হারের রেকর্ড। সিটির সাথে সবশেষ ১৬ ম্যাচে ক্লিনশীট রাখতে পারেনি গানাররা।
তবে লিগে শুরুটা দারুণ করেছে মার্টিন ওডেগার্ড-গ্যাব্রিয়েল জেসুসরা। এই মৌসুমে এখনো অপরাজিত আছে তারা। ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্র করে পয়েন্ট তালিকায় তিনে আছে আরতেতার দল। ঘরের মাঠে এদিন সিটিকে হারাতে পারলে শীর্ষে ওঠার সুযোগ থাকবে গানারদের সামনে।
আর্সেনালের বিপক্ষে রদ্রির সার্ভিস পাচ্ছে না গার্দিওলা। ইনজুরি থেকে ফিরলেও জন স্টোনসের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। তবে বের্নাদো সিলভাকে দেখা যেতে পারে এদিন।
ম্যানসিটির সম্ভাব্য লাইন আপ: এদেরসন (গোলকিপার), কাইল ওয়াকার, ম্যানুয়েল অ্যাকানজি, রুবেন দিয়াস, ইস্কো গাভারদিওল, মাতেও কোভাসিচ, ফিল ফোডেন, হুলিয়ান আলভারেজ, জেরেমি ডোকু ও আর্লিং হালান্ড।
আর্সেনালের সম্ভাব্য লাইন আপ: ডেভিড রায়া (গোলকিপার), বেন হোয়াইট, উইলিয়াম স্যালিবা, গ্যাব্রিয়েল ম্যাগালহাস, আলেক্সান্দার জিনচেঙ্কো, ডেকলান রাইস, মার্টিন ওডেগার্ড, কাই হাভার্টজ, বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল জেসুস ও লিয়ান্দ্রো ট্রোজার্ড।