ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। রবিবার ইত্তিহাদ স্টেডিয়ামে ১০:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
ইপিএলে বর্তমান চ্যাম্পিয়নরা আছে পয়েন্ট তালিকার দুইয়ে। ১৩ ম্যাচ খেলে পেপ গার্দিওলার দলের পয়েন্ট ২৯। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৩৩। ঘরের মাঠে টটেনহ্যামকে যদি আর্লিং হালান্ডরা হারাতে পারে তাহলে তাদের পয়েন্ট হবে ৩২।
ইত্তিহাদ স্টেডিয়ামে টটেনহ্যামের বিপক্ষে শেষ ১৩ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে হেরেছে সিটি। যেখানে জিতেছে ৯টি ম্যাচ ও ড্র করেছে ২টি। তবে সন হিউং মিনরা হুলিয়ান আলভারেজদের হারানোর স্বপ্ন দেখতেই পারেন। দুই দলের শেষ সাতবারের দেখায় ৫ বারই জয়ের হাসি হেসেছে টটেনহ্যাম। গার্দিওলা দায়িত্ব নেওয়ার পর থেকে একমাত্র স্পার্সদের কাছেই সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে সিটি।

লিগে সবশেষ দুই ম্যাচ ধরে জয়হীন গ্রিলিশ-ফোডেনরা। সবশেষ ম্যাচে লিভারপুলের বিপক্ষে আগে লিড নেওয়ার পরও জিততে পারেনি তারা। ড্র নিয়ে মাঠ ছেড়েছে গার্দিওলার শিষ্যরা। তার আগের ম্যাচে চেলসির সাথে ৪-৪ গোলের ড্র করেছিল। সবশেষ ৭ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিততে পেরেছে তারা।
অন্যদিকে টটেহ্যামও বাজে সময় পার করছে। মৌসুম শুরুর দিকে যেভাবে তারা খেলছিল ধীরে ধীরে সেই ছন্দ তারা হারিয়ে ফেলেছে। সবশেষ তিন ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। তবে সিটির বিপক্ষে জয় পেতে মরিয়া ক্রিশ্চিয়ান রোমেরোরা।
রবিবার মাঠে নামছে লিভারপুলও। রাত আটটায় ফুলহ্যামের মুখোমুখি হবে মোহামেদ সালাহ-দারউইন নুনিয়েজরা।