১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

ইপিএলে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি ম্যানচেস্টার সিটি

- Advertisement -

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। ইত্তিহাদে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

নটিংহ্যামের বিপক্ষে লিগে সবশেষ ছয় ম্যাচে অপরাজিত ম্যানসিটি। ১৯৯৭ সালের ডিসেম্বরে শেষবার তাদের কাছে হেরেছিল প্রিমিয়ার লিগের বর্তমান চ্যম্পিয়নরা। লিগে শুরুটা দুর্দান্ত করেছে পেপ গার্দিওলার দল। পাঁচ ম্যাচের প্রতিটিতে জিতে আছে পয়েন্ট তালিকার শীর্ষে। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও রেড স্টার বেলগ্রেডকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করছে হুলিয়ান আলভারেজরা।

নটিংহ্যামের বিপক্ষে মাঠে নামতে পারেন জ্যাক গ্রিলিশ। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ইংলিশ তারকা। তাঁর ফেরার বিষয়ে গার্দিওলা বলেন, “জ্যাক ফিরে এসেছে, সে অনুশীলন করেছে এবং সম্ভবত কিছু মিনিট খেলার জন্য প্রস্তুত আছে”

রেডস্টার বেলগ্রেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জোড়া গোল করেছিলেন আলভারেজ

তবে বের্নাদো সিলভার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। বেলগ্রেডের সাথে ম্যাচে দিন ইনজুরিতে পড়েছেন পর্তুগিজ তারকা। চোটের কারণে মৌসুমের শুরু থেকেই কেভিন ডি ব্রুইনার সার্ভিসও পাচ্ছেন না গার্দিওলা। তবে তার জায়গায় আলভারেজকে খেলিয়ে সাফল্য পাচ্ছে সিটি।

অন্যদিকে ৫ ম্যাচে ২টি জয়, সমান পরাজয় ও এক ড্র করে ৭ পয়েন্ট নিয়ে তালিকার আটে আছে নটিংহ্যাম। সবশেষ দুই ম্যাচে একটি জয় ও এক ড্র করার আত্মবিশ্বাস নিয়ে আর্লিং হালান্ড-কাইল ওয়াকারদের মুখোমুখি হবে তারা।

ইপিএলের আরেক ম্যাচে শনিবার মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। রাত একটায় বার্নলির মুখোমুখি হবে তারা। লিগে সময়টা ভালো যাচ্ছে না এরিক টেন হাগের দলের। পাঁচ ম্যাচে দুই জয় ও তিন হারে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে আছে ক্যাসেমিরোরা। চ্যাম্পিয়ন্স লিগেও বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে ম্যানইউ। তবে ইপিএলে বার্নলিকে হারিয়ে জয়ে ফিরতে মরিয়া ব্রুনো ফার্নান্দেজরা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img