ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসল ইউনাটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। শনিবার রাত ১১:৩০ মিনিটে সেইন্ট জেমস পার্কে শুরু হবে ম্যাচটি।
ইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন সিটি পয়েন্ট তালিকার ৩ নম্বরে অবস্থান করছে। পেপ গার্দিওলার দলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৫ পয়েন্টের ব্যবধানে শীর্ষে আছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। দুইয়ে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ৪২। ৪০ পয়েন্ট নিয়ে তিনে থাকা আর্লিং হালান্ড-হুলিয়ান আলভারেজদের সামনে সুযোগ রয়েছে শীর্ষ দুইয়ে ওঠার। এজন্য নিউক্যাসলের মাঠে তাদেরকে হারাতেই হবে।
অন্যদিকে গত মৌসুমে দারুণ খেলা এডি হাওয়ের দল এ মৌসুমে নিজেদের হারিয়ে খুঁজছে। ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছে, লিগেও সুবিধা করতে পারছে না। ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তালিকার ৯ নম্বরে অবস্থান করছে ম্যাগপাইরা। সবশেষ ৫ ম্যাচে মাত্র একটিতে জিতেছে তারা।
ম্যানসিটির বিপক্ষে মাঠে নামার আগে অতীত পরিসংখ্যান কথা বলছে না নিউক্যাসলের পক্ষে। প্রিমিয়ার লিগে দুই দলের সবশেষ ৩২ বারের দেখায় মাত্র একবার ম্যানসিটিকে হারাতে পেরেছিল নিউক্যাসল। সবশেষ জয়টিও আবার চার বছর আগে ২০১৯ সালে। হেরেছে ২৬টি ম্যাচ, ড্র করেছে ৫টি।
অন্যদিকে ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামবে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার ৬:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
প্রিমিয়ার লিগে ভালো করতে পারছে না চেলসি। ব্যর্থতার বৃত্ত থেকে তারা যেন বের হতেই পারছে না। লিগে সবশেষ ৫ ম্যাচে তিন জয় ও দুটিতে হেরেছে তারা। ২০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে অবস্থান করছে এন্জো ফার্নান্দেজ-রাহিম স্টার্লিংরা।