১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

ইপিএলে প্রথম ম্যাচে উলভারহ্যাম্পটনকে আতিথেয়তা দেবে ম্যানচেস্টার ইউনাইটেড

- Advertisement -

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) নিজেদের প্রথম ম্যাচে উলভারহ্যাম্পটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। গত মৌসুমে পয়েন্ট তালিকার তিনে থেকে মৌসুম শেষ করা এরিক টেন হাগের দল ঘরের মাঠে আতিথেয়তা দেবে গত সিজনের ১৩তম দলটিকে। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায়।

গত মৌসুমে টেন হাগ ইউনাইটেডের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই দারুণ ছন্দে আছে দলটি। কারাবাও কাপের ফাইনালে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ৬ বছর পর শিরোপা জিতিয়েছেন এই ডাচ কোচ। এছাড়াও পয়েন্ট টেবিলের তিনে থেকে মৌসুম শেষ করায় চ্যাম্পিয়ন্স লিগেও দেখা যাবে দলটিকে।

মৌসুম শুরুর আগে ডেভিড ডি হেয়া ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন। উলভারহ্যাম্পটন ম্যাচে নতুন সাইনিং আন্দ্রে ওনানাকে দেখা যেতে পারে গোলবারের নিচে। ডিফেন্সে ডিয়েগো ডালোত, রাফায়েল ভারানে, লিসান্দ্রো মার্তিনেজ ও লুক শকে দেখা যেতে পারে। ডিফেন্সিভ মিডফিল্ডে ক্যাসেমিরো ও ম্যাসন মাউন্ট। আক্রমণে অ্যান্টোনি, ব্রুনো ফার্নান্দেজ, মার্কাস রাশফোর্ডের সাথে দেখা যেতে পারে আলেহান্দ্রো গার্নাচোকেও। এছাড়াও নতুন সাইনিং রাসমাস হইলুনকেও দেখা যেতে পারে এদিন।

অন্যদিকে মৌসুম শুরুর আগেই উলভারহ্যাম্পটনের কোচের দায়িত্ব ছেড়েছেন হুলেন লোপেতেগি। দলটির নতুন কোচের দায়িত্ব নিয়েই এরিক টেন হাগের মুখোমুখি হতে হচ্ছে গ্যারি ওনেইলকে। তবে উলভসের এই কোচের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেরা একাদশ নির্বাচন করা। কারণ, দলে যোগ দেওয়ার পর থেকে খুব বেশি এখনো সময় পাননি খেলোয়াড়দের পরখ করার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img