ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) উলভারহ্যাম্পটনের বিপক্ষে ১-০ গোলের জয়ে লিগ শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ব্রেন্টফোর্ডের সাথে জিততে পারেনি টটেনহ্যাম। দ্বিতীয় ম্যাচেই এরিক টেন হাগের দলের মুখোমুখি হবে তারা। টটেনহ্যামের ঘরের মাঠে ১০:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
প্রথম ম্যাচে উলভসকে হারিয়ে অনেকটাই স্বস্তিতে এরিক টেন হাগ বাহিনী। এবার ধারাবাহিকতা ধরে রাখার মিশন রেড ডেভিলদের সামনে। লিগে ইউনাইটেডের হয়ে অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন ডেভিড ডি হেয়ার পরিবর্তে গোলবার সামলানোর দায়িত্ব পাওয়া আন্দ্রে ওনানা।
টটেনহ্যামের বিপক্ষে এরিক টেন হাগ তার দলকে ৪-২-৩-১ ফরমেশনে খেলাতে পারেন। যেখানে গোলবারের নিচে ওনানা; ডিফেন্সে ওয়ান-বিসাকা, রাফায়েল ভারানে, লিসান্দ্রো মার্তিনেজ ও লুক শ থাকতে পারেন। সেন্ট্রাল মিডে ক্যাসেমিরো ও স্কট ম্যাকটমিনে; এরপর এন্টোনি, ব্রুনো ফার্নান্দেজ ও ম্যাসন মাউন্ড। এই তিন জনের সামনে থাকবেন মার্কাস রাশফোড তা একপ্রকার নিশ্চিত।
অন্যদিকে হ্যারি কেইনকে হারিয়ে ধুসর টটেনহ্যাম শিবির। নিজেদের এবার ফিরে পাবার লড়াইয়ে নামতে হবে লিলি হোয়াইটদের। টটেনহ্যামের সফলতার সম্ভাবনা কতটুকু, তা নির্ভর করছে মূলত ইনজুরি লিস্টের ওপর। আপাত দৃষ্টিতে সেটা বেশ বড় বলেই মনে হচ্ছে। ব্রায়ান গিল ভুগছেন গ্রোয়িনের সমস্যায়, রদ্রিগো নেই হাঁটুর ইনজুরিতে, রায়ান ভুগছেন হ্যামস্ট্রিংয়ে, আর ফ্রেজার এবং হোয়াইটম্যান আছেন ব্যাক এবং অ্যাঙ্কেলের সমস্যায়।
দেখা যাক, ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে লিগে প্রথম জয়ের দেখা পায় কিনা টটেনহ্যাম; নাকি স্পার্সদের ঘরের মাটিতে হারিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জিতবে এরিক টেন হাগের দল।