আগের ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে হোঁচট খাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে। কানাডার দেয়া ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইফতেখার হোসেনের অপরাজিত ফিফটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার যুবারা। বাংলাদেশের পক্ষে রিপন মণ্ডল এবং এসএম মেহেরব দুইজনই পেয়েছেন ৪টি করে উইকেট। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মেহেরব।
সেন্ট কিটসে টস জিতে ব্যাটিংয়ে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি কানাডা অনূর্ধ্ব-১৯ দল। রিপন এবং মেহেরবের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে কানাডার ব্যাটিং লাইনআপ। রিপনের বলে মোহাম্মদ ফাহিমের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ (১১৭) রান করেন অনুপ চিমা। ৮.৩ ওভারে ২৪ রান দিয়ে রিপন এবং ১০ ওভারে ৩৮ রান দিয়ে মেহেরব পেয়েছেন ৪টি করে উইকেট। এছাড়াও, ২টি উইকেট পেয়েছেন আশিকুর জামান। সব উইকেট হারিয়ে ৪৪.৩ ওভারেই গুটিয়ে যাওয়ার আগে তাঁদের সংগ্রহ মোটে ১৩৬ রান!
১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটি মাহফিজুল ইসলাম-ইফতেখার হোসেনের ব্যাট থেকে আসে ২৬ রান। ব্যক্তিগত ১২ (১৪) রানে মাহফিজুল এলবিডব্লিউয়ের ফাঁদে পড়লে প্রান্তিক নওরোজ নাবিলকে নিয়ে জয়ের লক্ষ্যে এগোতে থাকেন ইফতেখার। তবে, এই বাঁহাতি ওপেনার ৮৯ বলে ৬১ রান করে অপরাজিত থাকলেও নাবিল সাজঘরে ফিরে যান ৩৩ (৫২) রানে। শেষের দিকে, আইচ মোল্লাহর ছক্কায় ৩০.১ ওভারে ১৪১ রান তুলে ৮ উইকেটের জয় পায় জুনিয়র টাইগাররা। আইচ অপরাজিত ছিলেন ২০ (২৬) রানে। কানাডার পক্ষে ১টি করে উইকেট নেন পরমবীর খারুদ এবং ইথান গিবসন।
২২ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় এবং শেষ ম্যাচে একই ভেন্যুতে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে রাকিবুল হাসানের দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।