অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান মাঠে নামার আগে হয়তো অনেকেই ধরে নিয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ-রশিদ খানদের অল্প রানের মধ্যেই আটকে দেবে মিচেল স্টার্ক-জশ হ্যাজলউডরা। মাঠের খেলায় ঘটেছে তার উল্টো, ইবরাহিম জাদরানের সেঞ্চুরিতে ২৮৯ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।
টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে সাবলীল ব্যাটিং করেন রহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান। দলীয় ৩৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ২৫ বলে ২১ রান করে হ্যাজলউডের বলে স্টার্ককে ক্যাচ দেন গুরবাজ।
আফগানিস্তানের ব্যাটারদের মধ্যে সবাই করেছেন দুই অঙ্কের ঘরে রান। ইনিংস বড় করতে পারেননি রহমত শাহ-হাশমতউল্লাহ শহিদিরা। তবে শুরু থেকেই দারুণ ব্যাটিং করতে থাকা ইবরাহিম ঠিকই তুলে নিয়েছেন সেঞ্চুরি। যা আফগানিস্তানের ইতিহাসে আইসিসি ইভেন্টে প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৪৩ বলে ১২৯ রান করে অপরাজিত থাকেন তিনি। শেষদিকে এসে ১৮ বলে ৩৫ রানের অপরাজিত ক্যামিও খেলেছেন রশিদ।
অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট শিকার করেছেন জশ হ্যাজলউড। একটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা।