১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

ইয়ামালের রেকর্ডের রাতে বার্সার স্বস্তির ড্র

- Advertisement -

ম্যাচের প্রথম মিনিটেই গোল হজম করে বার্সেলোনা, ২৯ মিনিটে আবারও গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে যায় গ্রানাদা। এরপরও মনোবল হারায়নি জাভি হার্নান্দেজের দল। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে ব্যবধান কমান লামিনে ইয়ামাল। তাতেই লা লিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা বনে যান তিনি।

১৬ বছর ৮৭ দিনে গোল করে রেকর্ডটি নিজের করে নিলেন ইয়ামাল। এর আগে ২০১২ সালে মালাগার হয়ে ১৬ বছর ৯৮ দিনে গোল করে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন ফেব্রিক ওলিঙ্গা। ইয়ামালের রেকর্ডের রাতেও জিততে পারেনি বার্সেলোনা। ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে তারা।

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ

ম্যাচ শেষে ইয়ামালের ঐতিহাসিক গোলটি নিয়ে কথা বলেছেন কাতালান ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ। তিনি বলেন, “আমি তার ঐতিহাসিক গোলটির জন্য আনন্দিত। এটা আমাদের অনেক উপকার করেছে। আজ সে খুবই গুরুত্বপূর্ণ একটি গোল করেছে”

পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে খেলেছে জোয়াও ফেলিক্স-ফেরান তোরেসরা। একের পর এক আক্রমণ করে গ্রানাদার রক্ষণ কাঁপিয়ে দিয়েছিল তারা। বার্সা ফরোয়ার্ডরা এদিন ফিনিশিং করতে পারেননি। এই নিয়ে হতাশা ঝড়েছে জাভির কন্ঠে।

বার্সা কোচ বলেন, “আমার মনে হয় আমরা ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছি। আমরা যথেষ্ট সুযোগ পেয়েছি এবং আমাদের আরও গোল প্রাপ্য ছিল। কিন্তু নিজেদের ভুলের কারণে পারিনি। ম্যচের ৩০ সেকেন্ড না যেতেই আমরা যেন হেরে বসে আছি। এরপর দ্বিতীয় গোল খেলাম। তবে শেষ পর্যন্ত জয়টা আমাদের প্রাপ্য ছিল। আর আমরা এভাবে মাঠে খেলতে যেতে পারি না”

আর্সেনালের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে সিটিজেনদের হারায় মিকেল আরতেতার দল। এই হারে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ হারাল হুলিয়ান আলভারেজরা। ৮ ম্যাচে ৬ জয় ও ২ হারে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার তিনে পেপ গার্দিওলার দল। সমান ম্যাচ ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।

সিটির হারের দিনে জিততে পারেনি লিভারপুলও। ব্রাইটনের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইয়ুর্গেন ক্লপের দল। প্রিমিয়ার লিগের আরেক দল নিউক্যাসলও করেছে ড্র। ওয়েস্ট হ্যামের মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে এডি হাওয়ের দল।

একই রাতের লিগ ‘আঁ’র ম্যাচে রেঁনেকে ৩–১ গোলে হারিয়েছে পিএসজি। টানা দুই হারের পর এ জয়টি পেল প্যারিসের ক্লাবটি। ৮ ম্যাচে ৪ জয়, ৩ ড্র ও ১ হারে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার তিনে পিএসজি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img