এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২৫ রান। কিন্তু চতুর্থ ওভারে আফিফ হোসেন ধ্রুব-ইয়াসির আলী চৌধুরী রাব্বি মিলে নিতে পেরেছিলেন মাত্র ৫ রান। তাই শেষ ওভারে ২০ রানের সমীকরণ মেলাতে হতো টাইগারদের। প্রথম তিন বলেই ইয়াসিরের ব্যাট থেকে আসলো ১৪ রান। শেষ তিন বলে প্রয়োজন ৬ রান, কিন্তু নাটকীয়তার তখনও যেন বাকি, পঞ্চম বলে আউট ইয়াসির। শেষ বলে বাংলাদেশের দরকার ছিল ৪ রান, রাকিবুল ইসলাম সেই সমীকরণ মিলিয়ে এনে দিলেন ব্রোঞ্জ।
এর আগে হাংজুতে বৃষ্টির কারণে ওভার কমিয়ে ৫ ওভারে নিয়ে আসা হয় ম্যাচ। আগে ব্যাটিংয়ে নেমে মির্জা বাইগের ১৮ বলে ৩৪ ও খুশদিল শাহর ১০ বলে ১৪ রানে ভর করে ১ উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেছেন রাকিবুল। ২ ওভারে মাত্র ১২ রান দিয়ে একটি উইকেট শিকার করেছেন তিনি।
রান তাড়া করতে নেমে ১ রানের মধ্যেই জাকির হাসান ও সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন আফিফ ও ইয়াসির। ১১ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ২০ রান করেন আফিফ। ইয়াসির ব্যাট থেকে আসে ১৬ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩৪ রান।