মুশফিকুর রহিম ফিরে গেলেও দলকে বেশ সুন্দরভাবেই এগিয়ে নিচ্ছিলেন ইয়াসির আলী রাব্বি। কিন্তু, ড্রিংকস ব্রেকের ঠিক আগমুহুর্তে শাহীন শাহ আফ্রিদির একটা বলই গড়ে দিল পার্থক্য। শাহীনের বলে মাথায় আঘাত পেয়েও খেলে যাচ্ছিলেন, কিন্তু ড্রিংকস ব্রেকের সাথে সাথেই মাঠ থেকে বেরিয়ে গিয়েছেন চট্টগ্রাম টেস্টেই অভিষিক্ত এই ব্যাটসম্যান।
কনকাশন নিয়মের কারণে তার পরিবর্তে ব্যাটিং করতে দেখা যাবে নুরুল হাসান সোহানকে। খুব বেশী অপশন ছিল না, কারণ ব্যাটসম্যানের পরিবর্তে খেলাতে হতো একজন ব্যাটসম্যানকেই। মাহমুদুল হাসান জয়ের এখনও অভিষেক হয়নি, তাছাড়া সে টপঅর্ডার ব্যাটসম্যান। সেজন্যই উইকেটকিপার সোহানেই আস্থা বাংলাদেশ দলের।