২০ জানুয়ারি ২০২৫, সোমবার

ইয়াসির আলীর সেঞ্চুরিতে চট্টগ্রামের রানের পাহাড়

- Advertisement -

এলবিডাব্লিউয়ের আপীলে যখন আঙ্গুল উঁচালেন আম্পায়ার তানভীর আহমেদ, খালিচোখে দেখেও মনে হচ্ছিলো লেগসাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিলো সানজামুল ইসলামের ডেলিভারিটি। তবে যেহেতু নেই কোন ডিসিশন রিভিউ সিস্টেম, আম্পায়ারের সিদ্ধান্তটিই মেনে নিয়ে মাঠ ছাড়তে হলো ইয়াসির আলী চৌধুরীকে; পেলেননা ইনিংসটি আরো অনেক বড় করার সুযোগ।

তবে যত বড় করেছেন তাতেই কার্যসিদ্ধি হয়ে গিয়েছে অনেকটা। তাঁর ১৯৮ বলে ১২৯ রানের ইনিংস ও ইরফান শুক্কুরের ৬৩ রানে ভর করেই রাজশাহী বিভাগের বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচের দ্বিতীয় দিন ১৮৩ রানের বিশাল লিড নিয়েছে চট্টগ্রাম। এর আগে অধিনায়ক মমিনুল হকও করেছেন ফিফটি; লেজের দিকে মেহেদী হাসান রানার ব্যাট থেকেও এসেছে দরকারী ৩৬ রান।

এর আগে প্রথম দিন প্রথম ইনিংসে চট্টগ্রামের বোলিং তোপে মাত্র ১৬৬ রানেই গুটিয়ে যায় রাজশাহী। সর্বোচ্চ ৬৮ রান আসে তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে। অফস্পিনার নাঈম হাসান নেন ৪২ রনে ৪ উইকেট।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img