২২ জানুয়ারি ২০২৫, বুধবার

উইকেটে ‘ঘুরতে’ আসছেন আর চলে যাচ্ছেন ‘টাইগার’রা

- Advertisement -

এলাম, দেখলাম, জয় করলাম- রোমান সম্রাট জুলিয়াস সিজারের বিখ্যাত উক্তি। বাংলাদেশ দলের কোন সদস্যকে এখন জিজ্ঞাসা করলে তারা হয়তো বলবেন, “এলাম দেখলাম ফিরে গেলাম”

কারণ তাই তো চলছে! প্রথম সাত ওভারে বাংলাদেশ হারিয়েছে ৫ উইকেট। চতুর্থ ও ষষ্ঠ ওভার বাদে প্রতিটি ওভারে পড়েছে উইকেট। প্রথম ওভারের তৃতীয় বলেই মিচেল স্টার্কের ইয়র্কারে বোল্ড হন লিটন দাস। দ্বিতীয় ওভারে সৌম্য সরকার একটি বাউন্ডারি হাঁকিয়ে দুইবল পরে হয়েছেন হ্যাজলউডের শিকার, একটু আশা দেখানো নাইম শেখকেও আউট করেছেন হ্যাজলউড। ম্যাক্সওয়েলের মতো অনিয়মিত স্পিনারকে পর্যন্ত সামলাতে পারেননি মুশফিকুর রহিম; আউট হয়েছেন ১ রানে। আফিফ অ্যাডাম জাম্পার বলে হয়েছেন ক্লাসিক লেগস্পিনারদের ডেলিভারিতে

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে বাংলাদেশের স্কোর ৫৮/৫। উইকেটে আছেন শামীম পাটোয়ারী ও মাহমুদউল্লাহ রিয়াদ। শামীম ১৯* ও রিয়াদ ১২* রানে ‘এখনো পর্যন্ত’ অপরাজিত আছেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img