৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

উইকেট পেয়ে রোনালদোর মতো সেলিব্রেশন করলেন পার্নেল

- Advertisement -

রোববার গুরুত্বপূর্ণ ম্যাচে প্রোটিয়াদের প্রতিপক্ষ ছিল ভারত, সেই ম্যাচেই উড়তে থাকা সূর্যকুমার যাদবের গুরুত্বপূর্ণ উইকেটটি পেয়েছিলেন ওয়েইন পার্নেল। যাদবকে আউট করার পর ম্যানচেস্টার ইউনাইটেড সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর মত করে উদযাপন করেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার।

ম্যাচ জয়ের পর পার্নেল বলেন “আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর একজন ডাই-হার্ড ফ্যান এবং সেই সাথে ম্যানচেস্টার ইউনাইটেডেরও। বর্তমানে যদিও তার সময়টা বেশ একটা ভালো যাচ্ছে না, ক্যারিয়ারের খুব কঠিন সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন তিনি”

অক্টোবরের শুরুতে এভারটনের বিপক্ষে নিজের ৭০০তম গোলের মাইলফলক ছুয়ে স্বস্তির বা মনের শান্তি এই সেলিব্রেশন দেন রোনালদো। এরপর থেকেই সেলিব্রেশনটি বিশ্বের সকল ক্ষেত্রে সবার মনোযোগ কেড়েছে।

রোনালদো পরে নিজে জানান সেলিব্রেশনটি সম্পূর্ণ ছিল নিজেদের মধ্যে এক প্রকার মজা, খেলার আগে ভ্রমণের সময় ঘুমিয়ে পড়লে তার ঘুমিয়ে থাকার ধরন নিয়ে মজা করছিল ইউনাইটেডের প্লেয়াররা। সেখান থেকেই এই সেলিব্রেশনের আর্বিভাব।

রোববারের জয়ে দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ টু তে শীর্ষে অবস্থান করছে। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের খেলা বৃষ্টির কারণে বাতিল হওয়ায় এক পয়েন্ট তার সাথে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে দুই জয়ে দুই পয়েন্ট করে পেয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img