১৬ অক্টোবর ২০২৪, বুধবার

উইকেট বিবেচনায় একাদশ নির্বাচন করবে ভারত

- Advertisement -

কানপুরে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্টের আগে থেকেই আলোচনায় গ্রিন পার্কের উইকেট। কানপুরের কালো মাটির পিচে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। স্পিনিং উইকেট হওয়ার সম্ভাবনা থাকায় দুই দলের একাদশেই বাড়তি স্পিনার দেখা যেতে পারে বলেও আশা করছেন অনেকেই।

তবে ম্যাচের আগের দিনেও টিম কম্বিনেশন নিয়ে কোন তথ্য খোলসা করেননি ভারতের সহকারী কোচ অভিষেক নায়ার। উইকেট বিবেচনায় একাদশ নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অভিষেক বলেন, “একাদশে কে কে থাকছে সেটা এখন আপনাদের বলতে পারছি না। সবাই খেলার মতো অবস্থায় আছে। টিম বাছাইয়ে ক্ষেত্রে কন্ডিশন খুব বড় একটা বিষয়।” 

গুঞ্জন রয়েছে দ্বিতীয় টেস্টে ভারতের একাদশে জায়গা পেতে পারেন ঘরের ছেলে কুলদীপ যাদব। স্বাভাবিকভাবেই কুলদীপ একাদশে থাকছেন কি না সেই প্রশ্নের সম্মুখীন হয়েছেন ভারতের ব্যাটিং কোচও। তবে প্রশ্নের স্পষ্ট জবাব দেননি অভিষেক।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img