পূর্নাঙ্গ সিরিজ খেলতে জানুয়ারিতে বাংলাদেশ সফরের কথা রয়েছে উইন্ডিজ ক্রিকেট দলের। সেই ধারাবাহিকতায় স্বাস্থ্য সতর্কতা এবং অন্যান্য বিষয় পর্যবেক্ষনের জন্য শনিবার সকালেই ঢাকায় পৌঁছেছেন উইন্ডিজ ক্রিকেট বোর্ডের দুই কর্মকর্তা। একজন স্বাস্থ্য বিষয়ক, অন্যজন নিরাপত্তার ইস্যুগুলোর ব্যাপারে খোঁজ খবর নেবেন।
ক্যারিবিয়ান ক্রিকেটের দুই কর্মকর্তা থাকবেন ক্রিকেটারদের হোটেলে, তবে জৈব সুরক্ষা বলয়ের বাইরে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সর্ব্বোচ্চ স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেই জানিয়েছে বিসিবি সুত্র।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ও সংলগ্ন একাডেমি মাঠে পর্যবেক্ষনের পর, পহেলা ডিসেম্বর চট্টগ্রামের ভেন্যু পর্যবেক্ষনে যাবার কথা রয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের দুই কর্মকর্তার।