কেইন উলিয়ামসনের পর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিয়েছেন দুই ব্যাটার ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন। তবে উইলিয়ামসনের মতে সীমিত পরিসরে খেলার প্রস্তাবে সায় দিয়েছেন কনওয়ে।
কনওয়ে জানিয়েছেন, জানুয়ারীতে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের ম্যাচ ছাড়া নিউজিল্যান্ডের চলতি বছরের বাকি ৯ টেস্টেই থাকবেন তিনি। এছাড়াও শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলতেও প্রস্তুত তিনি। পাশাপাশি আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচগুলোতেও থাকবেন বাঁহাতি এই ব্যাটার। খেলবেন পাকিস্তানের মাটিতে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানকে নিয়ে আয়োজিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজেও। তবে এর বাইরে সাদা বলের কোন সিরিজে দেখা যাবে না তাকে।
কনওয়ে বলেন, “কেন্দ্রীয় চুক্তিতে না থাকার সিদ্ধান্তকে হালকাভাবে দেখার সুযোগ নেই। তবে আমার এবং আমার পরিবারের কাছে এটাই সেরা সিদ্ধান্ত মনে হয়েছে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের একটি গুরুত্বপূর্ণ সময়ে টেস্ট স্কোয়াডের অংশ হতে পেরে আমি খুব খুশি। যদি দলে সুযোগ পাই আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের অপেক্ষায় আছি।”
তবে কনওয়ে সীমিত পরিসরে খেলতে রাজি হলেও প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ওপেনার ফিন অ্যালেন। আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোনিবেশ করবেন বিধ্বংসী এই ব্যাটার। তবে ক্ষেত্রবিশেষে জাতীয় দলের হয়ে মাঠে দেখা যেতে পারে ডানহাতি এই ব্যাটারকে।