২৭ জুলাই ২০২৪, শনিবার

উইলিয়ামসন অধিনায়ক, একাদশ থেকেও বাদ ওয়ার্নার

- Advertisement -

দুঃখের পরেই সুখ আসে। ব্যর্থতার পরেই আসে সফলতা। ব্যর্থতার জন্য দায়ী কারনগুলো যত দ্রুত শনাক্ত করা যায়, ব্যার্থতা থেকেও মুক্তি মেলে তত সহজে। অবশেষে হয়তো সেটাই হয়তো বুঝতে পেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট। শনিবার এসেছিল ঘোষণা, নিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে সরিয়ে নেতৃত্ব  তুলে দেয়ে হয়েছে, কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের হাতে। শুধু অধিনায়কত্বই না, রোববার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের দলের বাইরে থাকবেন ডেভিড ওয়ার্নার ।

ব্যর্থতার পর ব্যর্থতা, ওয়ার্নারকে একপ্রকার ছাঁটাই করতে বাধ্য হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাটসম্যান ওয়ার্নারও নেই চেনা ছন্দে। নিজেকে হারিয়ে খোঁজা ওয়ার্নারকে তাই অধিনায়কত্বের পাশাপাশি হারাতে হয়েছে  একাদশের জায়গাও।

ক্রিকেট বিশ্ব জানে কেন উইলিয়ামসন পরীক্ষিত অধিনায়ক। নিউজিল্যান্ডকে ২০১৯ বিশ্বকাপে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। ২০১৮ সালে কেনের হাত ধরেই ফাইনালে ওঠে সানরাইজার্স হায়দ্রাবাদ। চলতি আসরে ৬ ম্যাচে মাত্র ১ জয়ে টেবিলের তলানিতে সানরাইজার্স হায়দ্রাবাদ । তাই  প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে আপাতত  জয়ের কোনোই বিকল্প নেই হায়দ্রাবাদের সামনে।

ওয়ার্নারের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন আফগান অলরাউন্ডার মোহম্মদ নবী। টসে জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নিয়েছে হায়দ্রাবাদ। রাজস্থান একাদশে আছেন মুস্তাফিজুর রহমান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img