২৭ জুলাই ২০২৪, শনিবার

উইলিয়ামসনের ডাবল, ব্যাট হাতে ভালো শুরু উইন্ডিজের

- Advertisement -

নিউজিল্যান্ড-উইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে সেডন পার্কের প্রতিকূল উইকেটেও ব্যাট করা সহজ মনে হয়েছে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটিং দেখে। সাবলীনভাবে খেলে করেছেন ২৫১, নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে ৭ উইকেটে ৫১৯ রান নিয়ে।

বৃষ্টি বাধায় প্রথম দিনে খেলা হয়েছিল ৭৮ ওভার, ২ উইকেটের বিনিময়ে স্বাগতিকরা তুলেছিল ২৪৩ রান। আজ দ্বিতীয় দিনের শুরুতেই আগের দিনের ব্যক্তিগত ৩১ রানের সঙ্গে ৭ রান যোগ করেই ফিরে যান রস টেইলর। তবে উইলিয়ামসন থামেননি।

 

অন্যদের আশা যাওয়ার মাঝ রান তোলার কাজটাও ঠিকঠাক চালিয়ে নিয়েছেন উইলিয়ামসন। শেষদিকে অর্ধশতক হাঁকিয়ে দলের রান বাড়িয়ে নিয়েছেন কাইল জ্যামিসন।

 

ক্যারিবিয়ানদের পক্ষে কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল সমান তিনটি এবং আলজারি জোসেফ নিয়েছেন ১ উইকেট।

ব্যাট হাতে অবশ্য উইন্ডিজের শুরুটা খারাপ হয়নি। তারা দিনের খেলা শেষ করেছে কোনো উইকেট না হারিয়ে ৪৯ রান নিয়ে। ক্রেগ ব্রাথওয়েট ২০ এবং জন চ্যাপেল অপরাজিত আছেন ২২ রান করে।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড (১ম ইনিংস):  ৫১৯/৭ (১৪৫ ওভার) ডিক্লে. (উইলিয়ামসন ২৫১, ল্যাথাম ৮৬, জ্যামিসন ৫১* ; রোচ ৩০-৭-১১৪-৩, গ্যাব্রিয়েল ২৫-৬-৮৯-৩, জোসেফ ৩১-৮-৯৯-১)

উইন্ডিজ (১ম ইনিংস):  ৪৯/০ (২৬ ওভার) (চ্যাপেল ২২, ব্রাথওয়েট ২০; সাউদি ৯-৩-২০-০, জ্যামিসন ৬-২-৭-০)

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img