১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

উগান্ডার কাছে হারলো জিম্বাবুয়ে

- Advertisement -

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে উগান্ডার কাছে ৫ উইকেটের ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। এর আগে নামিবিয়ার কাছে সিরিজ হারের পর ২০ ওভারের ফরম্যাটের দায়িত্ব দেওয়া হয়েছিল সিকান্দার রাজাকে। তাতেও ভাগ্য বদলালো না জিম্বাবুয়ের।

আগামী ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপে কোয়ালিফাই করেছে ১৮টি দল। আফ্রিকা অঞ্চলের বাছাই পর্ব থেকে মূল পর্বে নাম লেখাবে দুটি দল। উগান্ডার কাছে হেরে বিশ্বকাপে খেলার পথ কঠিন করে তুললো জিম্বাবুয়ে।

ওয়াইন্ডহোকে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক রাজা। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন ইনোসেন কাইয়া। এছাড়া দুই অঙ্কের ঘরে রান করেছেন শন উইলিয়ামসন (২১) ও রায়ান বার্ল (১৩)। জিম্বাবুয়ের হয়ে আর কেউ পারেননি দুই অঙ্কের ঘরে রান করতে।

জবাবে ব্যাটিং করতে নেমে ১২ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় উগান্ডা। এরপর দলের হাল ধরেন রজার মুকাসা ও আলপেস রামজানি। দুজনের জুটি থেকে আসে ৪৯ রান। ২৩ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মুকাসা।

উইকেটে আসা রিয়াজাত আলী শাহকে নিয়ে লড়াই চালিয়ে যান রামজানি। প্যাভিলিয়নে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৬ বলে ৪০ রান। রিয়াজাত করেছেন ২৮ বলে ৪২ রান। তবে দুজনের কেউই দলের জয় নিয়ে ফিরতে পারেননি। ১০ বলে ১৪ রান করে উগান্ডার জয় নিশ্চিত করেন দিনেশ নাকরানি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img