৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

উড়তে থাকা নিউজিল্যান্ডকে মাটিতে নামাতে পারবে বাংলাদেশ?

- Advertisement -

বিশ্বকাপে প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়, এরপর নেদারল্যান্ডসকে কোনো সুযোগ না দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দারুণ শুরু করলেও ইংল্যান্ডের বিপক্ষে মুদ্রার উল্টো পিঠ দেখেছে বাংলাদেশ। শুক্রবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে কিউইদের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল।

টানা দুই জয়ে মানসিকভাবে এগিয়ে থেকে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে টম ল্যাথাম-রাচিন রবীন্দ্ররা। এছাড়াও লিটন কুমার দাশ-নাজমুল হোসেন শান্তদের বিপক্ষে সবশেষ সিরিজ জয় বাড়তি আত্মবিশ্বাস দেবে তাদের। যদিও সেই সিরিজে বিশ্বকাপ স্কোয়াডের মাত্র ৫ জন ছিলেন।

অন্যদিকে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারার পর, জয়ের ট্র্যাকে ফিরতে মরিয়া সাকিবের দল। চেন্নাইয়ের স্পিন বান্ধব উইকেটে মেহেদী হাসান মিরাজ-শেখ মাহেদী হাসানরা ভালো করবে এমনটাই মনে করেছেন ক্রিকেট বিশ্লেষক ও সমর্থকরা। এই মাঠে সবশেষ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে স্পিনারদের দাপট দেখা গেছে। অজিদের বিপক্ষে রোহিত শর্মার দলের তিন স্পিনার নিয়ে নামা প্রমাণ করে দেয়, এই মাঠে স্পিন কতটা কার্যকরী।

ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ

তবে টাইগারদের জন্য ভয়ের কারণও আছে, নিউজিল্যান্ড দলে মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র ও ইশ সোধির মতো স্পিনাররা আছে। সবশেষ সিরিজে তো সোধির স্পিনের কোনো জবাব দিতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। এছাড়াও পরিসংখ্যান কথা বলছে না টাইগারদের পক্ষে। ওয়ানডেতে দুই দলের ৪১ বারের দেখায় ৩০ বার জিতেছে কিউইরা, বাংলাদেশের জয় ১০টি। বাকি একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। ওয়ানডে বিশ্বকাপে ৫ বারের দেখায় একবারও নিউজিল্যান্ডকে হারাতে পারেনি টাইগাররা।

তবে এবার জয়ের স্বপ্ন দেখছে সাকিব-মিরাজরা। টুর্নামেন্টে যে বড় লক্ষ্য নিয়ে গেছে তারা। তা পূরণ করতে হলে বড় দলকে হারানোর কোনো বিকল্প নেই। নিউজিল্যান্ডকে হারিয়ে হোক না সেই স্বপ্নের উড়ন্ত শুরু।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img