গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আসর। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম।
ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় কেইন উইলিয়ামসন ও টিম সাউদির সার্ভিস পাচ্ছে না নিউজিল্যান্ড। উইলিয়ামসনের অনুপস্থিতিতে কিউইদের এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন টম ল্যাথাম। ইনজুরি থাবা রয়েছে ইংল্যান্ড শিবিরেও। অলরাউন্ডার বেন স্টোকসকে ছাড়াই খেলতে নামছে তারা।
ইংল্যান্ড একাদশ:
জশ বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ক্রিস ওকস, স্যাম কারান ও মার্ক উড।
নিউজিল্যান্ড একাদশ:
টম ল্যাথাম (ভারপ্রাপ্ত অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, উইল ইয়ং, ডেরিল মিচেল, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, রাচীন রবীন্দ্র, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।