১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

উদ্বোধনী ম্যাচে চমক দেয়ার অপেক্ষায় কাতার

- Advertisement -

রোববার পর্দা উঠছে বিশ্বকাপের ২২তম আসরের। বিশ্বকাপে অনেক নতুনের সাক্ষী কাতারের এবারের চ্যালেঞ্জ মাঠের খেলায়। প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন, প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয়া; ইতিহাস লেখার অপেক্ষায় আয়োজক দেশটি।

বাংলাদেশ সময় রাত ৮টায় দোহার আল বাইত স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান। এর ঘণ্টা দুয়েক পর গ্রুপ ‘এ’-এর ম্যাচে স্বাগতিকরা মুখোমুখি হবে ইকুয়েডরের। শক্তি আর সামর্থ্যের বিচারে, ইকুয়েডর কিছুটা এগিয়ে থাকলেও ঘরের মাঠ বলেই যেকোনো কিছুই ঘটাতে পারে কাতার।

২০১৮ সালে শেষবার ইকুয়েডরের বিপক্ষে খেলেছিল কাতার

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪৪তম অবস্থানে থাকা ইকুয়েডর শেষ পাঁচ ম্যাচে আনবিটেন রয়েছে। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মেক্সিকো-জাপান ছাড়াও সৌদি আরব এবং ইরাকের বিপক্ষে চার ম্যাচেই গোলশূন্য ড্র করেছে এবং অখ্যাত দল কেপ ভার্দের বিপক্ষে আছে এক গোলে জয়। অপরদিকে, র‍্যাঙ্কিংয়ের ৫০-এ থাকা স্বাগতিকরা শেষবার মাঠে নেমেছে গেল সেপ্টেম্বরে, শক্তিশালি চিলির বিপক্ষে তাদের আছে ২-২ গোলে ম্যাচ ড্রয়ের সুখস্মৃতি।

এছাড়াও, একে অপরের বিপক্ষে দুই দল খেলেছে মোটে দুইবার একবার ড্র আর চার বছর আগে সবশেষ দেখায় ঘরের মাঠে ইকুয়েডরকে ৪-৩ গোলে হারানোর সুখস্মৃতি কাতারকে যোগাবে অনুপ্রেরণা। ২০১৯ সালে এশিয়ান কাপ জিতে সবাইকে চমকে দিয়েছিল কাতার। এবার বিশ্বকাপে সুযোগ পেয়ে আরো একবার বিশ্বকে চমকে দেয়ার অপেক্ষাতেই থাকতে দেশটি।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img