দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে স্বাগতিক উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে ব্রাজিল। এরই মধ্য দিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৩৭ ম্যাচ ধরে অপরাজিত থাকার যাত্রায় ছেদ পড়ল ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের।
উরুগুয়ের কাছে হারের দিনে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ নেইমার জুনিয়রের চোট। ৪২ মিনিটে উরুগুয়ে মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজের সঙ্গে বল দখলের লড়াই চলছিল নেইমারের। দে লা ক্রুজের ধাক্কায় পড়ে যান ব্রাজিল ফরোয়ার্ড। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় আল হিলাল তারকাকে। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন নেইমার।
ম্যাচের শুরু থেকেই অগোছালো ফুটবল খেলে দুই দল। প্রথমার্ধের ৪০ মিনিটের মধ্যেই ১৭টি ফাউল করেছে তারা। তবে এরপরই ঘরের মাঠে লিড নেয় উরুগুয়ে। আরাউহোর ক্রস থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন দারউন নুনিয়েজ। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় উরুগুয়ে।

নেইমারের পরিবর্তে নামা রিচার্লিসন, রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়রের আক্রমণ কাজে আসেনি। তাদের আক্রমণগুলো বারবার উরুগুয়ের জমাট রক্ষণে পরাস্ত হয়েছে। উল্টো ৭৭ মিনিটে নুনিয়েজের পাস থেকে উরুগুয়েকে দ্বিতীয় গোলটি এনে দেন নিকোলাস দে লা ক্রুজ। শেষ পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেই জয় তুলে নেয় মার্সেলো বিয়েলসার দল।
বাছাইপর্বে টানা দুই ম্যাচে পয়েন্ট হারাল ব্রাজিল। ভেনেজুয়েলার বিপক্ষে আগের ম্যাচে ড্র করায় পর নুনিয়েজ-আরউহোদের কাছে হারল তারা। এই হারে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রইল ব্রাজিল।