হাতে আর মাত্র বাকি নয় দিন, তারপরেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ। ফুটবল জ্বরে আক্রান্ত হবে গোটা বিশ্ব তা তো অনুমেয়ই। শুক্রবার ঘোষণা করা হয়েছে কাতার বিশ্বকাপের জন্য উরগুয়ের স্কোয়াড। এডিনসন কাভানি, লুইস সুয়ারেজকে আক্রমণ ভাগে রেখেই ২০২২ কাতার বিশ্বকাপের দল ঘোষিত হলো।
২৬ জনের দলে মাত্র তিন জন খেলোয়াড় থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব থেকে। বেশির ভাগ খেলোয়াড়ই সিরি ‘এ’ আর লা লিগা থেকে। পাশাপাশি তুরুস্কের লিগ থেকেও আছেন অভিজ্ঞ গোলকিপার ফার্নান্দো মুসলেরা সহ দুই জন খেলোয়াড়।
বার্সালোনা, রিয়াল মাদ্রিদের দুই ইয়ং স্টার রোনাল্ড আরাউহো, ফেদেরিকো ভালভার্দে জায়গা করে নিয়েছেন দলে। রয়েছেন উরুগুয়ের জার্সিতে আগেও দুইবার বিশ্বকাপ খেলা অভিজ্ঞ ডিফেন্ডার ডিয়েগো গোডিন এবং মার্টিন ক্যাসারেস। গ্রুপ ‘এইচে’ ঘানা, দক্ষিণ কোরিয়া ও ইউরোপিয়ান জায়ান্ট পর্তুগালের সাথে রয়েছে উরুগুয়ে। আগামী ২৪ তারিখ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে খেলতে নামবে খেলবে উরুগুয়ে।
২৮ নভেম্বর প্রতিপক্ষ পর্তুগাল। ২০১৮ বিশ্বকাপে পর্তুগালকে হারিয়েই কাছে কোয়ার্টার ফাইনালে যায় উরুগুয়ে পরে সেখান থেকে ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা ।
স্কোয়াডে আছেন যারাঃ
গোলকিপার: ফার্নান্দো মুসলেরা, সের্হিও রোচেট ও সেবাস্তিয়ান রোসা।
ডিফেন্ডার: ডিয়েগো গোডিন, হোসে মারিয়া হিমিনেজ, সেবাস্তিয়ান কোতেস, মার্টিন ক্যাসেরেস, রোনাল্ড আরাউহো, ম্যাতিয়াস ভিনা, ম্যাথিয়াস অলিভেরা, গুইলার্মো ভ্যারেলা ও হোসে রদ্রিগেজ।
মিডফিল্ডার: ম্যাথিয়াস ভেচিনো, রদ্রিগো বেনতাঙ্কুর, ফেদে ভালভার্দে, লুকাস তোরেইরা, ম্যানুয়েল উগার্তো, ফাকুন্দো পেলেস্ত্রি, নিকোলাস দে লা ক্রুজ, জর্জিয়ান আরাসাকেতা, অগাস্তিন ক্যানোবিও ও ফাকুন্দো তোরেস
ফরোয়ার্ড: ডারউইন নুনিয়েজ, লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি ও ম্যাক্সিমিলিয়ানো গোমেজ।