তাঁর প্যারিসে আগমনের ঘটনা এবছর ফুটবলের সবচাইতে বর্ণিল ঘটনাগুলোর মধ্যে অন্যতম। তার বিপরীতে প্রথম তিন ম্যাচে তেমন কিছু করতে না পারা, এরপর টানা দুইম্যাচ পায়ের চোটের কারণে মাঠের বাইরে- লিওনেল মেসির পিএসজির হয়ে শুরুটা ছিল একেবারেই বিবর্ণ। তবে বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যানচেস্টার সিটির বিপক্ষে চোট কাটিয়ে একাদশে যেমন ফিরলেন মেসি, তেমনই ফিরলেন তাঁর চিরচেনা ছন্দেও। পুরনো গুরু পেপ গার্দিওলার সিটির বিপক্ষে পেলেন পিএসজির জার্সিতে প্রথম গোল, এর সাথে ইদ্রিসা গেয়ের গোলে ম্যানসিটিকে ২-০ গোলে হারিয়েছে মরিসিও পচেত্তিনোর দল।
Leo Messi's first goal for @PSG_English and look how much it means to the whole squad ❤️? pic.twitter.com/DfLOt6M2p7
— Paris Saint-Germain (@PSG_English) September 28, 2021
ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ম্যাচের শুরুতেই গোল পেয়ে এগিয়ে যায় পিএসজি। ডানপ্রান্ত থেকে কিলিয়ান এমবাপ্পের বাড়ানো বলটায় নেইমার পা ছোঁয়াতে না পারলেও ঠিকই পারলেন মিডফিল্ডার ইদ্রিসা গেয়ে। চ্যাম্পিয়নস লিগে এটিই গেয়ের প্রথম গোল; যার ফলে ৮ মিনিটেই ১-০ গোলে পিছিয়ে যায় ম্যানসিটি।
গোটা ম্যাচে বলের দখল হোক বা গোলমুখে নেওয়া শট, ম্যানসিটি ছিল পিএসজির থেকে এগিয়ে। তবে সাথে ছিলোনা শুধু ভাগ্যটা। কেভিন ডি ব্রুইনার ক্রসে রাহিম স্টার্লিংয়ের হেড লাগে ক্রসবারে, ফিরতি বলে বার্নার্দো সিলভার শটও আঘাত করে ক্রসবারে। অর্থাৎ একসাথে দুটো প্রায় নিশ্চিত সুযোগ পেয়েও গোল করতে পারেনি সিটি। এছাড়াও পিএসজির গোলমুখে ১৮টি শট নিয়েছে সিটি যার ৭টিই ছিল লক্ষ্যে, কিন্তু লক্ষ্যভেদ হয়নি একবারও।
'HOW??': Bernardo Silva open goal shocker at PSG branded 'miss of the SEASON' so far: https://t.co/LYLgyYSuS0
— MCFC News (@mcfcnewsapp) September 28, 2021
পিএসজির পক্ষে মেসির পাশাপাশি মিডফিল্ডার মার্কো ভেরাত্তিও একাদশে ফিরেছিলেন আজ। ৭৪ মিনিটে মেসির গোলটিতে রয়েছে তাঁরও অবদান। তাঁর বানিয়ে দেওয়া সুযোগ থেকেই ডানপ্রান্ত থেকে দৌড়ে মধ্যমাঠের ‘জোন ১৪’ অঞ্চলে এসে কিলিয়ান এমবাপ্পের সাথে ওয়ান-টু পাসের পর বক্সের বাইরে থেকে অসাধারণ শটে পিএসজির হয়ে প্রথম গোল করেছেন মেসি। যা কিনা সিটির বিপক্ষে ৭ ম্যাচে মেসির ৭ম গোল। ইংলিশ কোন ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে এটি মেসির ২৭তম গোল, যা কিনা এই প্রতিযোগিতার ইতিহাসে ইংলিশ ক্লাবদের বিপক্ষে কোন ফুটবলারের সর্বোচ্চ; এই ক্ষেত্রে দ্বিতীয় স্থানে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর (১২) চেয়ে বেশ বড় ব্যবধানেই এগিয়ে আছেন মেসি।
প্রত্যাবর্তনের ম্যাচে দলের জন্য নিজেকে উজাড় করেই খেলেছেন মেসি। গোটা ম্যাচে কখনো আক্রমণ কখনো মধ্যমাঠ তো কখনো রক্ষণে ছুটোছুটি করতে দেখা গেছে এই ৩৪ বছর বয়সীকে। একবার তো কর্নারের সময় সতীর্থদের পেছনে শুয়েও পড়লেন।
Lionel Messi isn't afraid to do the dirty work ? pic.twitter.com/oJG6FATnZr
— Goal (@goal) September 28, 2021
যে মেসিকে পিএসজি দেখতে চেয়েছিলো, সেই মেসিকে না পেয়ে দুশ্চিন্তায় মাথা ঘামাচ্ছিলো সমর্থকেরা, যে মেসিকে না পেয়ে অস্থিরতায় ভুগছিলেন মেসি নিজেই, সেই মেসি ফিরে এসেছেন; এখন দুশ্চিন্তা, মাথা ঘামানো বা অস্থির হবার পালা প্রতিপক্ষদের।