ম্যাচের আগে ছিল অনেক হিসেব নিকেশ। এএফসি এবং ফিফার ছাড়পত্র না পাওয়ায় খেলতে পারেননি এলিটা কিংসলে। মতিন মিয়া ছিলেন না ভিসা জটিলতায়, করোনাভাইরাসের কারণে মালদ্বীপের বিমান ধরতে পারেননি তৌহিদুল আলম সবুজ। তবুও মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে প্রথম থেকেই ছিল বসুন্ধরা কিংসের দাপট। এএফসি কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা মালদ্বীপের মাজিয়া এফসিকে হারিয়েছে ২-০ গোলে।
শুরুর কয়েক মিনিট কিছুটা অগোছালো ছিল বসুন্ধরা। তবে নিজেদের গুছিয়ে নিতেও সময় নেয়নি অস্কার ব্রুসেনের শীর্ষরা। প্রথম গোলটা আসে প্রতিপক্ষের ভুলে, মাজিয়া এফসি পিছিয়ে যায় আত্মঘাতী গোলে। চিলিয়ান ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরার সাথে বল দখলের লড়াই করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়ান মাজিয়ার মোহামেদ ইরুফান।
পুরো ম্যাচেই দুর্দান্ত ছিলেন রবসন দি সিলভা রবিনিয়ো। ম্যাচের ৩৮তম মিনিটে দুর্দান্ত শটে স্কোরশিটে নাম তোলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দুই গোলে এগিয়ে যায় বসুন্ধরার প্রতিনিধিরা। প্রথমার্ধে দাপট দেখিয়েই বিরতিতে যায় বসুন্ধরা কিংস।
দুই গোলের লিড; বিরতি থেকে ফিরে কিছুটা ডিফেন্সিভ ফুটবল খেলতে শুরু করে বসুন্ধরা। তবে অব্যাহত থাকে কাউন্টার অ্যাটাক। ম্যাচের ৭২ থেকে ৭৪ মিনিটে দুই দুইবার গোলের সুযোগ তৈরি করে মাজিয়া এফসি। তবে আনিসুর রহমান জিকো স্বাগতিক দলের চেষ্টায় বাধা হয়ে দাঁড়ায়। পুরো ম্যাচে বল দখলে অবশ্য এগিয়ে ছিল মাজিয়া এফসি। তবে ম্যাচের ব্যবধান গড়ে যে গোল সেখানেই পিছিয়ে ছিল মালদ্বীপের ঘরের দলটা।
FT | ?? @bkings_official 2️⃣-0️⃣ @MaziyaSr ??
The Kings announce their arrival in the #AFCCup with an assertive win as they earn their first ever points courtesy Robinho’s 40’ strike ????#AFCCup2021 #BSKvMAZ pic.twitter.com/8gR5dOapWZ
— #AFCCup2021 (@AFCCup) August 18, 2021
মালদ্বীপতো বটেই বিদেশের মাটিতে নিজেদের প্রথম ম্যাচটা জয় দিয়েই রাঙালো বসুন্ধরা কিংস। যদিও কিংসের কোচ ব্রুসেনের দ্বীপদেশটি বেশ পরিচিত। কারণ বসুন্ধরা কিংসের দায়িত্ব নেওয়ার আগে মালদ্বীপের নিউ রেডিয়েন্টের দায়িত্বে ছিলেন স্প্যানিশ এই প্রশিক্ষক। যদি করোনার কারণে বাতিল হয়ে যাওয়া গত এএফসি কাপে ঘরের মাঠে মালদ্বীপেরই দল টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস।
পরের ম্যাচে ২১ আগস্ট বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ভারতের বেঙ্গালুরু এফসি। ডি গ্রপের অন্যদল এটিকে মোহনবাগান। বুধবারের আরেক ম্যাচে বেঙ্গালুরুকে ২-০ গোলে হারিয়েছে মোহনবাগান।