বিভিন্ন দেশের অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে ২০২২ সালের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে লিজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি)। তিন দলের মধ্যে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ক্রিকেটারদের নিয়ে ঘোষণা করা হয়েছে ‘এশিয়ান লায়ন্স’ দল। এই দলের হয়ে মাঠ মাতাতে যাচ্ছেন শোয়েব আখতার, শহীদ আফ্রিদি, সনাথ জয়সুরিয়া, মুত্তিয়া মুরালিধরনের মতো ক্রিকেটের মহারথীরা।
“এটি একটি শীর্ষমানের এবং উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট হতে যাচ্ছে। আফ্রিদি, মুরালি, চামিন্দা, শোয়েব আখতারের মতো ক্রিকেট তারকাদের সবাই এশিয়ান লায়ন্সের হয়ে খেলবেন। এটি দারুণ ব্যাপার ”-বলছিলেন লিগ কমিশনার রবি শাস্ত্রী
এই টুর্নামেন্টে এশিয়ান লায়ন্সের পাশাপাশি আরও দুইটি দল অংশ নিবে। ভারতের সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি দল এবং বাদবাকি ক্রিকেট খেলুড়ে দেশ মিলে আরেকটি দল গঠন করা হবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ওমানের ‘আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে’। এলএলসিয়ের প্রথম আসরে অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে বলিউডের মহাতরকা অমিতাভ বচ্চনকে।
এশিয়ান লায়ন্স স্কোয়াড: শোয়েব আখতার, শহীদ আফ্রিদি, সনাথ জয়াসুরিয়া, মুত্তিয়া মুরালিধরন, চামিন্দা ভাস, রুমেশ কালুভিতারানা, তিলকারত্নে দিলশান, আজহার মাহমুদ, উপল থারাঙ্গা, মিসবাহ-উল হক, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ ইউসুফ, উমর গুল, ইউনিস খান এবং আসগর আফগান।