ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল ইউনাইটেড। তিনটি ম্যাচই শুরু হবে রাত ৯টায়।
চ্যাম্পিয়ন্স লিগে দাপটের সঙ্গে শেষ ষোলোতে উঠলেও ইপিএলে ভুগছে পেপ গার্দিওলার দল। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে আছে আর্লিং হালান্ড-হুলিয়ান আলভারেজরা। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।

অলরেডদের সাথে ব্যবধান কমিয়ে আনতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই সিটির। তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা, প্যালেসের সাথে শেষ দুইবারের দেখায় হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জ্যাক গ্রিলিশ-ফিল ফোডেনদের। গার্দিওলা সিটির কোচ হয়ে আসার পর এই প্যালেসের কাছেই দলটি সবচেয়ে বেশিবার অ্যাওয়ে ম্যাচ হেরেছে।
অন্যদিকে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে চেলসি। লিগে তাদের শোচনীয় অবস্থা চলছেই। পয়েন্ট তালিকার ১২ নম্বরে থাকা এনজো ফার্নান্দেজরা জয়ের জন্য মুখিয়ে আছে। শেষ ৫ ম্যাচে মাত্র একটিতে জিততে পেরেছে চেলসি। তবে শেফিল্ডের বিপক্ষে তাদের অতীত পরিসংখ্যান জয়ের ব্যাপারে ভরসা দিচ্ছে। দুই দলের শেষ ৫ বারের দেখায় প্রতিবারই শেষ হাসি হেসেছে চেলসি। লন্ডনের ক্লাবটির মাঠে শেষ ম্যাচ ধরে ক্লিনশিট রাখতে পারেনি ক্রিস্টাল প্যালেস।

ইপিএলে সবশেষ মৌসুমে দারুণ খেলে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া নিউক্যাসল এ মৌসুমে তেমন কিছু করতে পারেনি। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার সাত নম্বরে আছে তারা। ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে জিততে বেশ আত্মবিশ্বাসী এডি হাওয়ের দল। দুই দলের শেষ ছয়বারের দেখায় প্রতিবারই শেষ হাসি হেসেছে জোয়েলিংটনরা। এই ম্যাচে ফুলহ্যামকে হারালে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে ৬ নম্বরে উঠে আসবে নিউক্যাসল।