প্রিমিয়ার লিগে একই রাতে হোঁচট খেলো দুই ম্যানচেস্টার। ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরেছে ইউনাইটেড আর উলভসের মাঠে সিটির হার ২-১ গোলে! হারের পরেও অবশ্য পয়েন্টস টেবিলের শীর্ষে পেপ গার্দিওলার দল। তবে নিজেদের হার আর ক্রিস্টাল প্যালেসের জয়ে দশ নম্বরে ইউনাইটেড। তবে দুই হ্যাভিওয়েটের হারের রাতে ৪-০ গোলের বড় জয় পেয়েছে আর্সেনাল।
Wolverhampton Wanderers stun City and United suffered back-to-back Premier League home defeats..#EPL #ManUnited #ManCity pic.twitter.com/QNa7nqqNh1
— Allrounder (@allroundersbd) September 30, 2023
উলভসের মাঠে রুবেন দিয়াজের আত্মঘাতী গোলে ম্যাচের ১৩ মিনিটেই পিছিয়ে পড়ে সিটি। তবে ৫৮ মিনিটে পেপ গার্দিওলার দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। সমতায় ফেরার ৮ মিনিটের মধ্যে আবারো গোল হজম করে সিটি। ম্যাচের ৬৬ মিনিটে উলভসকে এগিয়ে দেন কোরিয়ান হোয়াং হি-চান। সেখানেই শেষ। চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেনি দলটা।
ম্যানচেস্টার ইউনাইটেড আর ক্রিস্টাল প্যালেসের ম্যাচে গোলই হয়েছে একটা। ম্যাচের ২৫ মিনিটে ইওয়াখিম অ্যান্ডারসনের গোলে এগিয়ে যায় ক্রিস্টাল প্যানেল। ৭৮ শতাংশ বল পজিশন নিয়েও সেই গোল শোধ করতে পারেনি ইউনাইটেড। ঘরের মাঠে দলটা হারল টানা দুই ম্যাচ।
বোর্নমাউথকে ৪–০ গোলে হারিয়েছে আর্সেনাল। প্রতিবেদন লেখা পর্যন্ত, এই জয়ে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে সিটি।