ক্রিকেট মাঠে দুর্দান্ত সাকিব আল হাসান, সেটা বোলিং-ব্যাটিং কিংবা ফিল্ডিং। রাজনীতির মাঠেও মুনশিয়ানা দেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার। মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন টাইগার অধিনায়ক । বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে সাংসদ হলেন সাকিব। ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন তিনি।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। এ নিয়ে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।