১৪ দিনের কোয়ারেন্টিন এড়াতে বাংলাদেশ সফররত আয়ারল্যান্ড উলভস তাদের সূচিতে পরিবর্তন এনেছে। দুই টি-টোয়েন্টি ম্যাচের একটা খেলবে তারা। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দূটি হওয়ার কথা ছিল বুধ ও বৃহস্পতিবার। এখন একমাত্র টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে মঙ্গলবার। ইতিমধ্যে বাংলাদেশ ইমার্জিং দলের সাথে তারা আনঅফিশিয়াল একটা টেস্ট ম্যাচ খেলেছে। ৫ ওয়ানডের শেষটা অনুষ্ঠিত হচ্ছে রোববার।
আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে –
এটা দুর্ভাগ্য যে আমরা একটা টি-টোয়েন্টি কম খেলেই ফিরে যাচ্ছি। করোনার বিধি-নিষেধ থাকায় ১৪ দিনের কোয়ারেন্টিন থাকতে হবে যদি আমরা রেড তালিকা ভুক্ত দেশের ট্রানজিট হয়ে দেশে ফিরে। আমাদের ট্রানজিট রুট হচ্ছে সংযুক্ত আরব আমিরাত হয়ে। ওই রুট দিয়ে ফিরলে ১৪ দিনের কোয়ারেন্টিন থাকতে হবে। আমাদের ক্রিকেটারদের শারীরিক এবং মানসিক চাপে যেন পড়তে না হয় সেজন্য আমরা দেশে ফেরার ট্রানজিট রুট পরিবর্তনের চেষ্টা করছি। তাই সিরিজ পুরো শেষ না করেই ফিরতে হচ্ছে আমাদের
ইতিমধ্যে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। ৫ ম্যাচ সিরিজের প্রথমটা পরিত্যক্ত হয়।