বর্তমান টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ ড্র করেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে শোচনীয়ভাবে হারের পরেও সিরিজের প্রথম টেস্ট থেকে ইতিবাচক দিকগুলোই খুঁজে বের করছে টাইগাররা। অধিনায়ক মুমিনুল হক আশাবাদী বিদেশের মাটিতে বড় দলের বিপক্ষে একদিন সিরিজও জয় করা সম্ভব! স্বপ্ন বাস্তবায়নের জন্য মনে বিশ্বাস রাখাটাই সবথেকে জরুরী।
“ বড় দলের বিপক্ষে এখন একটা টেস্ট ম্যাচ জিতলাম। একটা সময় আসবে যখন আমরা টেস্ট সিরিজ জিতব”- সংবাদ সম্মেলনে মুমিনুল বলছিলেন
সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় অনেকটা আচমকাই টেস্ট অধিনায়কত্ব পেয়েছিলেন মুমিনুল। তখন থেকেই তিনি স্বপ্ন দেখেছেন বড় দলের বিপক্ষে টেস্ট জেতার, “অনেক কঠিন সময়ের মধ্যে আমি টেস্টের অধিনায়কত্ব পেয়েছিলাম। তখন আমি স্বপ্ন দেখতাম, একদিন বড় কোনো দলকে হারাব। স্বপ্ন দেখলেই মানুষ তার বাস্তবায়ন করতে পারে। প্রথম টেস্ট জেতার ফলে দলের সবাই এখন বিশ্বাস করতে পারছে যে, আমরাও বিদেশের মাটিতে বড় দলকে হারাতে সক্ষম। সবাইকে বিশ্বাস করানো দরকার ছিল যে, আমরাও পারি”
মাউন্ট মঙ্গানুইয়ে দাপটের সাথে জিতলেও হাগলি ওভালে বরণ করতে হয়েছে শোচনীয় হারের স্বাদ। হারের কারণ হিসেবে মুমিনুল বলেন, “আমরা তখনই ভালো খেলি যখন ব্যাটিং-বোলিং-ফিল্ডিং এই তিন জায়গাই ভালো করি। তবে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আমরা খুব বাজে ব্যাটিং করেছি, বোলিংটাও অতো ভালো হয়নি। যেরকম আশা করেছিলাম, সেরকম করতে পারিনি”