১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার

একদিন দলগত অনুশীলন করে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার রাত ৮:৩০ মিনিটে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে পুরো দল মিলে মাত্র একদিন  ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করেছে বাংলাদেশ। গতকাল (শুক্রবার) ঐচ্ছিক অনুশীলনে কয়েকজন ক্রিকেটার থাকলেও বাকিরা ছিলেন অনুপস্থিত। যে মাঠে টাইগাররা অনুশীলন করেছে, একই মাঠে রোহিত শর্মারাও নিজেদের ঝালিয়ে নিয়েছেন।

ক্যান্টিয়াগ পার্কের অনুশীলন সুবিধা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভারত দল। মাঠ ভেজা থাকায় সেদিন পেসারদের বোলিং করায়নি তারা। একই মাঠেও অনুশীলন করলেও সমস্যার কথা বুঝতে পারেনি বাংলাদেশ দল। অথচ ভারতের আগে (সকালে) অনুশীলন করেছে মুস্তাফিজুর রহমানরা। তারপর নিজেদের ঝালিয়ে নিয়েছেন হার্দিক পান্ডিয়ারা।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে একদিন দলগত অনুশীলন করেছে বাংলাদেশ

অন্যদিকে অনুশীলনের থেকে বরং দাওয়াতে অংশগ্রহণ করাকেই প্রয়োজনীয় মনে করেছে টাইগাররা। জানা গেছে, শুক্রবার সাকিব আল হাসানের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত-লিটন কুমার দাশরা। এছাড়াও আরও একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। অবস্থা এমন, নিমন্ত্রণে অংশগ্রহণ করাটাই শান্ত-লিটনদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর পর্যাপ্ত অনুশীলন করতে না পারাকে কারণ হিসেবে দেখিয়েছিলেন সাকিব। সেই তারাই এখন অনুশীলন বাদ দিয়ে ব্যস্ত বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে।

যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বেশ আগে ভাগেই সেখানে গেছে বাংলাদেশ দল। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে টাইগাররা। যেটিতে ২-১ ব্যবধানে হেরেছে শান্তর দল।

আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। তার আগে আজ (শনিবার) নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন সৌম্য সরকার-তানজিদ হাসান তামিমরা।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img