২ ডিসেম্বর ২০২৪, সোমবার

একশোও পেরোতে পারল না সিলেট

- Advertisement -

মিরপুরে বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ৯৬ রানেই থেমেছে সিলেট সানরাইজার্সের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেছেন কলিন ইনগ্রাম, কুমিল্লার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম এবং নাহিদুল ইসলাম।

পিচে প্রথম থেকেই সুইং পেয়েছেন পেসাররা, স্পিনাররা পেয়েছেন টার্ন। নাহিদুল ইসলাম-তানভীর ইসলাম-মুমিনুল হকের সেই স্পিন ফাঁদেই একে একে এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, রবি বোপারা! প্রথম ১২ ওভারেই সানরাইজার্সের নেই ৫ উইকেট, সংগ্রহ ৫৮; সর্বোচ্চ ২০ রান করা কলিন ইনগ্রামকে ফিরিয়েছেন পেসার শহিদুল ইসলাম।

দ্রুত পাঁচ উইকেট হারানো সিলেট প্রতিরোধ গড়ে তোলার স্বপ্ন দেখছিল অলক কাপালির ব্যাটে, কিন্তু ব্যক্তিগত ৬ রানেই রানআউট হয়েছেন কাপালি। একই ওভারে মুস্তাফিজের দুর্দান্ত ইনসুইংয়ে কোনো রান না করেই বোল্ড হয়েছেন মুক্তার আলীও। এরপরেও সিলেট যেই ৯৬ রান করতে পেরেছে সেটাও সোহাগ গাজীর ১১ রানের কারণে। রবি বোপারা করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img