১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

একাই লড়লেন জাকির, নিউজিল্যান্ডের লক্ষ্য ১৩৭ রান

- Advertisement -

জাকির হাসান নন স্ট্রাইকে দাঁড়িয়ে আছেন, নিউজিল্যান্ডের স্পিনাররা আম্পায়ারের কাছে আবেদন করছেন, আম্পায়ার আঙুল তুলছেন; বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের সকালের সেশনের এটাই ছিল সবচেয়ে পরিচিত দৃশ্য। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে বাংলাদেশ দলের টপ স্কোরার জাকির, করেছেন ৮৬ বলে ৫৯ রান। তাতে কিউইদের মাত্র ১৩৭ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা, জবাবে লাঞ্চের আগে তিন ওভারে ডেভন কনওয়েদের সংগ্রহ বিনা উইকেটে ৪ রান।

মূল ঝড় বয়ে গেছে মুমিনুল হক আউট হওয়ার পর

২ উইকেটে ৩৮ রান নিয়ে দিনের খেলা শুরু করা বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে অলআউট ১৪৪ রানে, অর্থাৎ ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৬ রান তুলেছেন মুশফিকুর রহিমরা। তবে মূল ঝড় বয়ে গেছে মুমিনুল হক আউট হওয়ার পর। এক পর্যায়ে, ২ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের রান ছিল ৭১; নবম ব্যাটার হিসেবে জাকির যখন আউট হলেন, দলের রান তখন ১২৮! অর্থাৎ এই সময়ে মাত্র ৫৭ রানেই গেছে ৭ উইকেট।

টাইগার ব্যাটারদের বাজে ব্যাটিংয়ের পাশাপাশি কৃতিত্ব কিউই দুই বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার এবং আজাজ প্যাটেলকেও দিতে হবে, বিশেষ করে প্যাটেল বাংলাদেশ দলের মেরুদন্ড রীতিমতো গুঁড়িয়ে দিয়েছেন। এক পাশ থেকে টানা ১৮ ওভার বল করেছেন, নিয়েছেন ৬ উইকেট; খরচ করেছেন মাত্র ৫৭ রান। প্রথম ইনিংসেও এই স্পিনারের ঝুলিতে ছিল ২ উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img