ডিসেম্বরে আইসিসির ‘মাসসেরা খেলোয়াড়ের’ তালিকায় মনোনয়ন পেয়েছেন তিন ক্রিকেটার। তালিকায় রয়েছেন ভারতের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ,অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক এবং নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল।
ডিসেম্বরে ভারতের নিয়মিত ওপেনার ব্যাটার রোহিত শর্মা, শুভমান গিল এবং লোকেশ রাহুল ইনজুরির কারণে বেশকিছু ম্যাচ মিস করলে মায়াঙ্কের ভাগ্য খুলে যায়। নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা সিরিজে দুটো অর্ধশতক এবং একটি শতকসহ মোট ২৭৬ রান করেছিলেন। এদিকে চলমান অ্যাশেজে ব্যাট ও বল হাতে দারুণ কার্যকারিতা দেখিয়েছিলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। গত মাসের তিন টেস্টে বল হাতে ১৪টি উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার, পাশাপাশি ব্যাট হাতেও করেছিলেন ১১৭ রান।
তালিকার তিনে রয়েছেন ভারতের মাটিতে এক ইনিংসে ১০উইকেট পাওয়া কিউই স্পিনার এজাজ প্যাটেল। মাত্র একটি টেস্ট খেলেই তিনি ১৪টি উইকেট পেয়েছিলেন।