১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

এক নজরে এবারের আইপিএল নিলাম

- Advertisement -

শেষ হলো আইপিএলের নিলাম, দশ দলের প্রত্যেকেই পছন্দ মতো ক্রিকেটার বেছে নিয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর চোখ ছিল সবশেষ বিশ্বকাপ মাতানো ক্রিকেটারদের দিকে। যার প্রতিফলন দেখা গেছে নিলামে, আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার বনে যাওয়া প্যাট কামিন্সকে হটিয়ে সেই জায়গা দুই ঘন্টার মধ্যেই নিজের করে নিয়েছেন মিচেল স্টার্ক। অজি অধিনায়ক খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। স্টার্কের ঠিকানা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজুর রহমানকে ২ কোটিতে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

নিলামে চড়া দাম দিয়ে ড্যারিল মিচেলকে ১৪ কোটি দিয়ে কিনেছে চেন্নাই সুপার কিংস। সবশেষ বিশ্বকাপ দিয়ে আলোচনায় আসা রাচিন রবীন্দ্রও (১.৮ কোটি) খেলবেন চেন্নাইয়ের হয়ে। বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে ষষ্ঠ শিরোপা জেতানো ট্রাভিস হেডকে ৬.৮ কোটিতে দলে ভিড়িয়েছে হায়দ্রাবাদ।

চড়া দামে বিক্রি হয়েছেন স্টার্ক-কামিন্স

চড়া দামে ভারতীয়দেরও কিনেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। হার্শাল প্যাটেলকে ১১.৭৫ কোটিতে দলে টেনেছে পাঞ্জাব কিংস। সবশেষ সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দারুণ খেলা শুবাম দুবেকে ৫.৮০ কোটি রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। এছাড়াও সামির রিজভি-শাহরুখ খানরাও বিক্রি হয়েছেন চড়া মূল্যে।

নিলামে নাম দিলেও দল পাননি বেশ কয়েকজন বড় তারকা। তাদের মধ্যে অন্যতম স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দলই। জস ইংলিস ও জশ হ্যাজলউডদের মতো ক্রিকেটাররা দল পাননি।

দল পেলেন যারা:

রোভম্যান পাওয়েল (রাজস্থান), হ্যারি ব্রুক (দিল্লি), ট্রাভিস হেড (হায়দ্রাবাদ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (হায়দ্রাবাদ), রাচিন রবীন্দ্র (চেন্নাই), শার্দূল ঠাকুর (চেন্নাই), আজমতউল্লাহ ওমরজাই (গুজরাট), প্যাট কামিন্স (হায়দ্রাবাদ), জেরাল্ড কোয়েতজি (মুম্বাই), হার্শাল প্যাটেল (পাঞ্জাব), ড্যারিল মিচেল (চেন্নাই), ক্রিস ওকস (পাঞ্জাব), ত্রিস্টান স্ট্যাবস (দিল্লি), কেএস ভরত (কলকাতা), চেতন সাকারিয়া (কলকাতা), আলজারি জোসেফ (বেঙ্গালুরু), উমেশ যাদব (গুজরাট), শিবাম মাভি (লক্ষ্ণৌ), মিচেল স্টার্ক (কলকাতা), জয়দেব উনাদকাট (হায়দ্রাবাদ), দিলশান মাদুশঙ্কা (মুম্বাই), শুবাম দুবে (রাজস্থান), সামির রিজভি (চেন্নাই), আংক্রিশ রঘুবংশি (কলকাতা), আর্শিন কুলকার্নি (লক্ষ্ণৌ), শাহরুখ খান (গুজরাট), রামানদ্বীপ সিং (কলকাতা), টম কোহলার ক্যাডমোর (রাজস্থান), রিকি ভুই (দিল্লি), কুমার কুশাগারা (দিল্লি), ইয়াশ দয়াল (বেঙ্গালুরু), মুস্তাফিজুর রহমান (চেন্নাই), শেরফান রাদারফোর্ড (কলকাতা), অ্যাশটন টার্নার (লক্ষ্ণৌ), টম কারান (বেঙ্গালুরু), ডেভিড উইলি (লক্ষ্ণৌ), স্পেন্সার জনসন (গুজরাট), ঝাই রিচার্ডসন (দিল্লি) মনিশ পান্ডে (কলকাতা), রিলে রুশো (পাঞ্জাব), লকি ফার্গুসন (বেঙ্গালুরু), মুজিবুর রহমান (কলকাতা), মোহাম্মদ নাবী (মুম্বাই), শাই হোপ (দিল্লি), গাস অ্যাটকিনসন (কলকাতা),

দল পাননি যারা:

স্টিভেন স্মিথ, করুণ নায়ার, ফিল সল্ট, জশ ইংলিস, কুশল মেন্ডিস, জশ হ্যাজলউড, আদিল রশিদ, আকিল হোসেইন, ইশ সোধি, তাব্রেইজ শামসি, মানান ভোহরা, সরফরাজ আহমেদ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img