বয়স ৩৭ ছুঁইছুঁই। এ বয়সে এসেও ক্রিকেটের তিন ফরম্যাটেই বেশ দাপটের সাথে খেলে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। তবে, সম্প্রতি এক সাক্ষাৎকারে আগামী বছর অ্যাশেজ সিরিজের পর টেস্টকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন এই অজি ওপেনার।
টেস্ট থেকেই সবার আগে অবসর নেব। সম্ভবত, টেস্ট ক্রিকেটে এটাই আমার শেষ ১২ মাস হতে পারে”-‘ট্রিপল এম’স ডেডসেট লিজেন্ডস’-এ বলছিলেন ওয়ার্নার
অস্ট্রেলিয়ার ২০২৩ সালের ব্যস্ত সময়সূচীতে ভারতে বর্ডার-গাভাস্কার ট্রফি এবং ইংল্যান্ডে অ্যাশেজ অন্তর্ভুক্ত রয়েছে, বছরের শেষের দিকে ভারতে ওডিআই বিশ্বকাপও খেলতে চান ওয়ার্নার। এছাড়াও ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পরিকল্পনাও আছে এই অজির। ওয়ার্নার অবশ্য স্পষ্ট করেই জানিয়েছেন যে, সাদা বলের ক্রিকেটে তিনি খেলে চান। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি সাদা বলের খেলা পছন্দ করি; এটা চমৎকার ব্যাপার।”
বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে তিনি জানান, “টি-টোয়েন্টি ক্রিকেটটাকে আমি ভালোবাসি। আমি ২০২৪ বিশ্বকাপে খেলতে চাই। যে সব লোক বলছে, টি-টোয়েন্টিতে আমি আর কার্যকর নই এবং দলের বাকিরাও বুড়িয়ে গেছে; তাদের জন্য বলছি, আপনি কি চাইছেন সেটাই বড় কথা।”