১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার

এক ম্যাচ খেলেই মাসের সেরা ক্রিকেটার এজাজ প্যাটেল

- Advertisement -

গোটা মাসে খেলেছেন একটিই ম্যাচ, ডিসেম্বরের শুরুতে মুম্বাই টেস্ট। কিন্তু সেই ম্যাচেই যে কীর্তি তিনি গড়েছেন তাই হয়তো বাকিদের দশ ম্যাচ খেলার সমতুল্য। জিম লেকার ও অনিল কুম্বলের পর তৃতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে দশ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। পরের ইনিংসেও নিয়েছেন ৪ উইকেট। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচ নিউজিল্যান্ড হারলেও নিজের জন্মভূমির মাটিতে এজাজ প্যাটেলের এই বোলিং ইতিহাস হয়ে থাকবে।

তাই আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের পুরষ্কারেও ছোটখাটো একটি ইতিহাস গড়ে ফেলেছেন এজাজ। মাত্র এক ম্যাচ খেলে ডিসেম্বর মাসের জন্য এই পুরষ্কার তিনি জিতে নিয়েছেন। এই পুরষ্কারের নমিনেশনও তিনি এই প্রথমবার পেলেন।

এজাজকে এই পুরস্কার দেওয়ার কারণ হিসেবে জুরি সদস্য জেপি ডুমিনি বলেছেন,

“ইনিংসে দশ উইকেট নেওয়া একটি ঐতিহাসিক কীর্তি যা উদযাপিত হওয়া উচিত। এজাজের এই পারফরম্যান্স একটি মাইলফলক যা যুগযুগ ধরে মনে রাখা হবে”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img