৪ নভেম্বর ২০২৪, সোমবার

এক সেশনও টিকলো না বাংলাদেশ, ভারতের বিশাল জয়

- Advertisement -

চতুর্থ দিনের শুরুটায় ভালোই করেছিলেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। তবে সেই ধারাবাহিকতা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। ১৫৮ রানে ৪ উইকেট নিয়ে তৃতীয় দিন শেষ করা বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে প্রথম সেশনের আগেই। মধ্যাহ্ন বিরতির আগেই ভারতের বোলিং তোপে অলআউট হয়েছে বাংলাদেশ। ২৮০ রানের বিশাল জয় পেয়েছে রোহিত শর্মার দল।

চতুর্থ দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে বড় ব্যবধানে হারের অপেক্ষায় বাংলাদেশ। দিনের প্রথম ঘণ্টায় খুব বেশি রান তুলতে না পারলেও কোন উইকেট হারায়নি বাংলাদেশ। সাকিব ব্যাটিংয়ে ধুকলেও দেখেশুনেই খেলছিলেন শান্ত। টাইগার শিবিরে প্রথম আঘাত হানেন আগেরদিন তিন উইকেট নেওয়া রবিচন্দ্রন অশ্বিন। পানি পানের বিরতির পর চতুর্থ বলে সাকিব আল হাসানকে ফিরিয়েছেন তিনি। ৫৬ বলে ২৫ করেছেন ১৭ রানে জীবন পাওয়া সাকিব।

দিনের প্রথম উইকেটের পরই যেন ধস নামে টাইগারদের ব্যাটিংলাইনআপে। সাকিবের সাজঘরে ফেরার ১৫ বল পরেই বাংলাদেশের ইনিংসে আঘাত হানেন রবীন্দ্র জাদেজা। ১০ বল খেলে ১ রান করতে পেরেছেন লিটন। লিটনের পর আশ্বীনের পঞ্চম শিকার হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১০ বলে ৮ রান করে ফিরেছেন মিরাজ।

বাকিদের আশা যাওয়ার মধ্যে অপর প্রান্ত আগলে ধরে একাই লড়ে যাচ্ছিলেন টাইগার অধিনায়ক শান্ত। শেষ পর্যন্ত ফিরে গেছেন তিনিও। ৮২ রান করে জাদেজার বলে বুমরার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। এরপর ফিরে গেছেন তাসকিন আহমেদও। ৬৩তম ওভারে হাসান মাহমুদকে ফিরিয়ে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকেছেন জাদেজা।

ভারতের হয়ে ৬টি উইকেট নিয়েছেন দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরী করা অশ্বিন। জাদেজা নিয়েছেন ৩ উইকেট। একটি উইকেট পেয়েছেন জাসপ্রীত বুমরাহ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img