১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

এক সেশনেই ভারতের স্বপ্নভঙ্গ; হার ইনিংস ব্যবধানে

- Advertisement -

প্রথম ইনিংসে ৭৮ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসের প্রতিরোধে হেডিংলি টেস্টেঘুরে দাড়ানোর স্বপ্ন দেখছিলো ভারত। চতুর্থ দিন সকালের সেশনে ৮ উইকেট হারিয়ে ভারতের স্বপ্নভঙ্গ হয়েছে, হেডিংলিতে ভারত হেরেছে ইনিংস এবং ৭৬ রানে।

তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে জিমি অ্যান্ডারসনের বোলিং তোপে মাত্র ৭৮ রানেই অলআউট হয়েছিল ভারত। ভারতের ৭৮ রানের জবাবে জো রুটের সেঞ্চুরিতে ৪৩২ রানের বড় সংগ্রহ পেয়েছিল ইংল্যান্ড। ইংল্যান্ডের লিডকে ৩৫৪ রানের মধ্যে রাখেন মূলত মোহাম্মপদ শামি; নেন চার উইকেট।

৩৫৪ রানে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করেছিল ভারত। তৃতীয় দিনের প্রথম সেশনে ব্যাট করতে নেমে পুরো দিনে হারিয়েছিল মাত্র দুই উইকেট। রোহিত শর্মা ফিফটি করে আউট হলেও দিন শেষে ৯১ রানে অপরাজিরত ছিলেন চেতেশ্বর পুজারা। অধিনায়ক ভিরাট কোহলিও ৪৫ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেন।

কোহলি এবং পুজারার ব্যাটে টেস্টের চতুর্থ দিনে বড় স্বপ্নই বুনছিল ভারত। কিন্তু, ইংল্যান্ড বোলারদের ভিন্ন প্ল্যান ছিল। এদিন সকালে কোনো রান না করেই ফেরেন চেতেশ্বর পুজারা, তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ওলি রবিনসন। চেতেশ্বর কোনো রান না করে ফিরলেও ভিরাট এদিন সকালে তুলে নেন নিজের ফিফটি। ফিফটির পর আরেকবার বাইরের বল খঁচা দিতে যেয়ে আউট হন ভারত অধিনায়ক। পুজারার মতো কোহলিকেও ফেরান রবিনসন।

দলের ২৩৭ রানে ভিরাট কোহলি আউট হওয়ার পর ভারত ম্যাচে ফেরার সম্ভাবনাই তৈরি করতে পারেনি। কোহলির পর ড্রেসিং রুমে ফিরেছেন আজিংকা রাহানে, দ্বিতীয় ইনিংসে অ্যান্ডারসনের একমাত্র শিকার ভারতের সহ অধিনায়ক। রবিন্দ্র জাদেজা বাদে ভারতের লোয়ার অর্ডারের কেউই করতে পারেনি দশ পেরোনো রান। শেষদিকে জাদেজার ২৫ বলে ৩০ রান ম্যাচ হারের ব্যবধান কমিয়েছে শুধুমাত্র।

ওলি রবিনসন নিয়েছেন পাঁচ উইকেট
ওলি রবিনসন নিয়েছেন পাঁচ উইকেট

ওলি রবিনসনের ৫ উইকেট এবং ক্রেগ ওভারটনের তিন উইকেটে চতুর্থ দিন লাঞ্চের আগেই শেষ হয়ে যায় হেডিংলি টেস্ট। প্রথম ইনিংসের ব্যাটিং ধ্বসের পর দ্বিতীয় ইনিংসেও মাত্র ৬৩ রানে শেষ ৮ উইকেট হারায় ভারত। ২ সেপ্টেম্বর সিরিজের চতুর্থ টেস্টের আগে নিশ্চিতভাবেই নিজেদের ব্যাটিং নিয়ে কাজ করতে চাইবে ভারতীয় দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img