৮ ডিসেম্বর ২০২৪, রবিবার

এখনও কোনো কষ্ট অনুভব করছি না: টেলর

- Advertisement -

রবিবার বাংলাদেশের পক্ষে নিজের শেষ টেস্ট খেলতে মাঠে নামবেন রস টেলর। ২০০৭ সালে নিউজিল্যান্ডের হয়ে সাদা জার্সিতে অভিষেকের পর লাল বলের ক্রিকেটে কেটে গেছে দীর্ঘ ১৫টি বছর! যদিও এই ফরম্যাটকে বিদায় জানানোর কষ্টটা এখনও নাকি টের পাচ্ছেন না তিনি। এখনও যে ছয়টা ওয়ানডে ম্যাচ খেলা বাকি! তবে, তাঁর কন্যা পিতার এই অবসর নেয়ার সিদ্ধান্তে নাকি বেজায় খুশি।

“এখনও আমার মনে হচ্ছে না যে,টেস্টে এটাই আমার শেষ ম্যাচ।তেমন কোনো কষ্ট অনুভব করছি না। এখনও কিছু ওয়ানডে ম্যাচ বাকি। তারপরে অবশ্যই ব্যাপারটা অনুভব করতে পারব”-বলছিলেন টেলর 

সন্তানদের সাথে রস টেলর

দেশের জন্য খেলতে গিয়ে এই ডানহাতি ব্যাটারকে অনেকটা সময়ই থাকতে হয়েছে পরিবার থেকে দূরে। টেলর জানালেন অবসরের ঘোষণায় তাঁর কন্যা দারুণ খুশি, “আমার মেয়ে এখনও পাঁচদিন টেস্ট খেলার নিয়মটা ঠিক বোঝে না। প্রথম দিন খেলার পরেই সে সবসময় আমাকে বলে, বাবা চলো বাসায় ফিরে যাই। এখন তাদের সময় দিতে পারব।“     

মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের ব্যাপারে তিনি বলেন, “তারা ধৈর্য ধরেছিল, ভালো বোলিং করছিল। আমাদের অনেক খেলোয়াড় সম্ভবত তাঁদের ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই রিভার্স সুইংয়ের মুখোমুখি হননি। কিন্তু ক্রাইস্টচার্চে মাউন্ট মঙ্গানুইয়ের চেয়ে অন্যরকম কন্ডিশন হবে”     

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img