২ ডিসেম্বর ২০২৪, সোমবার

এখনো প্যাট কামিন্সই সবার ওপরে, তবে….

- Advertisement -

বহুপ্রতিক্ষিত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারত আর নিউজিল্যান্ড ফাইনাল ১৮ জুন। স্বাভাবিকভাবেই সেরা দুই দলের ক্রিকেটারদেরই টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিসংখান তালিকায় ছড়ি ঘোরানোর কথা কিন্তু তথ্য ঘাটতে গিয়ে বিস্মিত না হয়ে উপায় নেই। এই যেমন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা ১৫জন রান সংগ্রাহকের মধ্যে নিউজিল্যান্ডের একজন ক্রিকেটারও নেই!! আবার সেরা চারে দুইজন করে অজি আর ইংলিশ ব্যাটসম্যান যারা কিনা ফাইনালেই উঠতে পারেনি। তবে এই লেখার উদ্দেশ্য ব্যাটসম্যানদের বদলে বোলাররা।

ছবি: সংগৃহীত

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে সেরা পাঁচ বোলারের লিস্টে অবশ্য একজন কিউই আছেন, টিম সাউদি। সেরা পাঁচ থাকা বোলাদের মধ্যে সবচেয়ে কম ম্যাচও খেলেছেন ব্ল্যাকক্যাপ পেসার, ১০টি। ওই দশ ম্যাচেই উইকেটে হাফ সেঞ্চুরি হয়ে গেছে। ৫১ উইকেট, উইকেট প্রতি রান দিয়েছে ২০.৬৬। হাফ সেঞ্চুরি করেও সেরা পাঁচের পাঁচ নম্বরে টিম সাউদি।

সাউদির ওপরে আছেন প্রতিবেশী নাথান লায়ন। ১৪ ম্যাচে ৫৬ উইকেট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা পাঁচ বোলারে মধ্যে লায়নের ইকোনমি (২.৭৮) এবং গড় (৩১.৩৭) দুটোই সবচেয়ে বেশি। কাকতালীয়ভাবে ৫৬ উইকেটের সবই ইংল্যান্ড নয়তো নিজ দেশ অস্ট্রেলিয়াতে। অ্যাশেজের অ্যাওয়ে ট্যুর বাদ দিলে, বাদবাদি ৯ টেস্টেই লায়ন খেলেছেন দেশে; পাকিস্তান, নিউজিল্যান্ড এবং ভারতের বিপক্ষে।

ছবি: সংগৃহীত

তৃতীয়স্থানে ভারতে রবিচন্দ্রন অশ্বিন। ১৩ মাচে ৬৭ উইকেট যার ১৫টি আবার দেশের বাইরে। নিউজিল্যান্ডে ৩টি, বাকি ১২টি সবশেষ অস্ট্রেলিয়া সফরে। অশ্বিনের বোলিং প্রথমবারের মতো অস্ট্রেলিয়াতে সিরিজ জিততে ভারতের পক্ষে দারুণ ভূমিকা রেখেছে, তাই লায়নের চেয়ে র‌্যাংকিংসহ অন্যান্য সূচকেও এগিয়ে ভারতীয় স্পিনার।

লিস্টের দুইয়ে থাকা স্টুয়ার্ট ব্রডের স্ট্রাইক রেট সেরা পাঁচ উইকেট শিকারীতো বটেই, সেরা দশের মধ্যেই সবচেয়ে ভালো; একটা উইকেটে পেতে দরকার হয়েছে গড়ে ৪৩ বল। আর সবচেয়ে কম রান দিয়ে একেকটা উইকেট পাওয়ার ক্ষেত্রেও সেরা দশের মধ্যে দ্বিতীয় এবং সেরা পাঁচের মধ্যে প্রথম ব্রড, উইকেট প্রতি রান খরচা করেছেন বিশ (২০.০৮); সেরা দশের মধ্যে সবচেয়ে বেশি ১৭ টেস্টে স্টুয়ার্ট ব্রডের উইকেট ৬৯।

ছবি: সংগৃহীত

লিস্টে সবার ওপরে প্যাট কামিন্স, পেয়েছে ৭০ উইকেট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পেইস বোলাদের মধ্যে এখনো পর্যন্ত সর্ব্বোচ্চ বল করার রেকর্ডও কামিন্সের, ১৪৭২টি বল করেছেন। অবিশ্বাস্যভাবে সেরা পাঁচের তিনিই একমাত্র যিনি একবারই ৫ উইকেট পেয়েছে। তারপরও, অবিশ্বাস্য ধারাবাহিকতাই প্যাট কামিন্সকে তুলে এনেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের একেবারে চূড়ায়। যদিও ৬৭ উইকেট নিয়ে তিনে থাকা অশ্বিনের সামনে সুযোগ আছে প্রথম টেস্ট চাম্পিয়নশিপের সেরা বোলার হবার। দরকারতো মোটে ৪ উইকেট আর ফাইনালটা যে এখনো বাকি!!

ছবি: সংগৃহীত

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে তাইজুল ইসলাম, ৩২তম। ৭ টেস্টে পেয়েছেন ২৩ উইকেট, ইনিংসে ৫ উইকেট একবারই পেয়েছেন তাইজুল। ৪৩তম স্থানে একসাথে আবু জায়েদ রাহী আর মেহেদী মিরাজ। দুই জনেই খেলেছেন সমান ৬ টেস্ট, দুইজনের উইকেটও সমান ১৫টি, দুজনেরই সেরা বোলিং ৪ উইকেট….কি দারুণ মিল, তাইনা!!

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img