২৫ জানুয়ারি ২০২৫, শনিবার

এজাজের ঘূর্ণির জবাব এলো মায়াঙ্কের সেঞ্চুরিতে

- Advertisement -

মুম্বাই টেস্টের প্রথম দিনের প্রথম ভাগটি যদি এজাজ প্যাটেল ও নিউজিল্যান্ডের নামে লেখা হয়, তাহলে  দ্বিতীয়ভাগটি মায়াঙ্ক আগারওয়াল ও ভারতের নামে লেখা হবে।

দিনে ভারতের উইকেট পড়েছে ৪টি। এজাজ প্যাটেলই নিয়েছেন প্রতিটিই। ভারতের টপ ও মিডল অর্ডার একাই ধ্বসিয়ে দিয়েছেন। তবে একপ্রান্তে খুঁটি গেড়ে বসে থাকা মায়াঙ্ক আগারওয়াল দিনশেষে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়ে খেলায় ফিরিয়েছেন ভারতকে। দিনশেষে ভারতের রান ৪ উইকেটে ২২১।

বৃষ্টিজনিত ভেজা মাঠের কারণে প্রথম সেশনের প্রায় পুরোটাই খেলা হয়নি। এরপর ভারতের দুই ওপেনার শুভমান গিল ও মায়াঙ্ক আগারওয়াল ৮০ রান পর্যন্ত খুব স্বাচ্ছন্দ্যেই নিয়ে যান ভারতকে। এরপরই আঘাত হানে এজাজ প্যাটেলের ঘূর্ণিঝড়। ৮০ রানেই ৩টি উইকেট হারায় ভারত (হ্যাটট্রিক নয়), তিনটিই নেন প্যাটেল। এর মাঝে ভিরাট কোহলির উইকেটটি নিয়ে অবশ্য বিতর্ক আছে।

তবে একপ্রান্তে মায়াঙ্ক আগারওয়াল তখনো ছিলেন। উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহাকে নিয়ে মায়াঙ্ক গড়েন প্রতিরোধ। নিজের চতুর্থ টেস্ট শতক তুলে নিয়ে দিনশেষে ভারতকে নিয়ে গেছেন ভালো অবস্থানে। পড়তে দেননি একটি উইকেটও। মায়াঙ্ক ১২০* ও সাহা ২৫* রানে অপরাজিত আছেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img