১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

‘এত এক্সপেরিমেন্ট করলে মনে হয় না কোনো দল ভালো করবে’

- Advertisement -

বিশ্বকাপে বড় লক্ষ্য নিয়ে খেলতে গিয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টে আশানুরুপ পারফর্ম্যান্স করতে পারেনি সাকিব আল হাসানের দল। বিশ্বকাপ চলাকালীন ব্যাটিং অর্ডার নিয়ে নানারকম এক্সপেরিমেন্ট করেছে টিম ম্যানেজমেন্ট। অনেকের ধারণা, এত এক্সপেরিমেন্ট টাইগারদের পারফর্ম্যান্সে প্রভাব ফেলেছে। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খানও এমনটাই মনে করেন।

শনিবার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “বিশ্বকাপ নিয়ে অনেক আশা ছিল আমাদের। একটা দেশে যদি খেলার আগে এত কথাবার্তা হয় অন্য বিষয় নিয়ে, তো ওই দল কোনোদিন ভালো করতে পারবে না। এটা আমি এশিয়া কাপেও বলেছিলাম, বিশ্বকাপের আগে এটা একটা ভালো টুর্নামেন্ট যারা অংশ নেবে তাদের জন্য। কিন্তু ওখানে আমরা এক্সপেরিমেন্ট করে পুরো দলকে দাঁড় করাতে পারিনি। শেষ পর্যন্ত একটা দলই আমরা দাঁড় করাতে পারিনি। এত এক্সপেরিমেন্ট করলে আমার মনে হয় না কোনো দেশ ভালো করবে”

বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ার পর ভিডিও বার্তায় ক্ষোভ ঝেড়েছিলেন তামিম ইকবাল। সাকিবও কম যাননি, দেশের বেসরকারি এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নানা রকম মন্তব্য করে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেন তিনি। বড় টুর্নামেন্টের আগে মাঠের বাইরের আলাপ-আলোচনার কারণে খেলোয়াড়রা চাপে পড়ে যায় মনে করেন আকরাম।

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান

“সত্যি কথা বলতে কী অনেকে কথায় জিততে চায়। এজন্য দেশের পারফর্ম্যান্স ওরকম ভালো হয় না। খেলোয়াড়দের উচিত মাঠে গিয়ে পারফর্ম করা। সে জিনিসটা আমরা করতে পারিনি। মাঠের বাইরে অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। এটা সবার বোঝা উচিত ছিল। কারণ এই দেশ কারো ব্যক্তিগত না, সবার। যদি বাংলাদেশ ভালো করে, সবার ভালো লাগবে। কেউ যদি নিজেরা নিজেদের মতো করতে চায় তাহলে তো এটা হবে না। এটা হওয়া উচিতও না। সবসময় আমি দেখেছি যখন একটা মেজর টুর্নামেন্ট হয় তখন খেলা ছাড়া খেলার বাইরের জিনিসগুলো নিয়ে অনেক বেশি কথাবার্তা বলি। এজন্য সবাই চাপে পড়ে যায়”- বলছিলেন আকরাম

বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পেছনে দলের সাথে সংশ্লিষ্ট সবারই দায় আছে বলে মনে করেন আকরাম। সেই সাথে যারা সিনিয়র ক্রিকেটার আছে তাদের প্রাপ্য সম্মান দেওয়ার কথাও বলেছেন তিনি।

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img