১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

এনসিএলে চ্যাম্পিয়ন আকবর-নাসিরের রংপুর বিভাগ

- Advertisement -

২৪ তম জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। বুধবার সিলেট বিভাগকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মত শিরোপা ঘরে তুলেছে আকবর-নাসিরের দল রংপুর।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেট-রংপুর বিভাগের ম্যাচটিকে একপ্রকার ফাইনাল বলাই যায়। পয়েন্টস টেবিলের হিসেবে এ ম্যাচে জয় কিংবা ড্রতেই শিরোপা ঘরে তুলতো আকবর-নাসিরের দল রংপুর। অন্যদিকে এ ম্যাচে জয় পেলেই সিলেট বিভাগ পেত প্রথমবারের মত চ্যাম্পিয়নের স্বাদ। কিন্তু তা করতে পারেনি ইবাদত-নাসুমের দল সিলেট। দুই ইনিংসেই সিলেট বিভাগ অলআউট হয়েছে দুইশো রান পেরোনোর আগেই।

২৪ তম জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন রংপুর বিভাগ

তৃতীয় দিনে রংপুর বিভাগকে মাত্র ৮৮ রানের টাগের্ট দেয় সিলেট। সহজ রান তাড়া করতে নেমে ম্যাচের পরিস্থিতি কঠিন করে তোলেন আকবর-নাসিররা। সিলেট বিভাগে জাতীয় দলের বোলারদের বোলিং তোপে ৫ উইকেট হারিয়ে বসে রংপুর। তাতে অবশ্য জয় থেকে ছিটকে যায়নি আকবের দল। ৫ উইকেট হাতে রেখেই চ্যাম্পিয়নের তকমা লাগায় রংপুর। এর আগে ২০১৪/১৫ মৌসুমেও শিরোপার স্বাদ পেয়েছিল দলটি।

স্কোরবোর্ড

প্রথম ইনিংস

সিলেট বিভাগ  ১০৭/১০ (৪৬.১ ওভার)

তৌফিক খান ১৬(৩৩)        সোহেল রানা ২১/৩

রংপুর বিভাগ ১৮৮/১০ (৫৭.৩ ওভার)

নাসির হোসেন ৪১(৮৪)      ইবাদত হোসেন ৩৮/৫

দ্বিতীয় ইনিংস

সিলেট বিভাগ  ১০৭/১০ (৪৯.৩ ওভার)

তৌফিক খান ৩৬(৫৫)        সোহেল রানা ২৬/২

রংপুর বিভাগ ৮৫/৫ (২৩.৩ ওভার)

মীম মোসাদ্দেক ২৯*(৪৩)      তানজিম হাসান সাকিব ২৪/৩

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img